মুম্বইয়ে সঞ্জয় লীলা বনশালির অফিস থেকে আলিয়া ভাটের সঙ্গে বেরোকে দেখা গেল রণবীর কাপুরকে। আর সেখানেই পাপারাৎজিদের ক্যামেরায় বন্দি হওয়ার সময়, হঠাৎই একটু অন্য মেজাজে ধরা দিলেন ঋষি-পুত্র। দেখা গেল যে, বউয়ের সঙ্গে মস্করায় মাতলেন তিনি। আলিয়া বরাবরের মতো এবারেও, বরের কাণ্ডে পুরো লজ্জায় লাল।
বুধবার মুম্বইয়ের জুহুতে সঞ্জয় লীলা বনশালির অফিস থেকে বেরোনোর সময় আলিয়া ও রণবীরকে একসঙ্গে দেখা যায়। বনশালির পরবর্তী ছবি 'লাভ অ্যান্ড ওয়ার'-এ কাজ করছেন তাঁরা। রণবীর এবং আলিয়া অফিস বিল্ডিং থেকে বেরিয়ে আসার সময়, একদল অপেক্ষমান ফটোগ্রাফার তাদের ছবির অনুরোধ করে।
এরপরই আলিয়াকে নিয়ে মজা করে রণবীর বলে ওঠেন, 'ইয়ে রুক নেহি রাহি (ও-ই তো থামছে না)। এটা শুনে গাড়ির পেছন থেকে বেরিয়ে হাসিমুখে রণবীরের পাশে ক্যামেরার সামনে পোজ দেন আলিয়া। ফটোশুট চলাকালীন রণবীর কাপুর আলিয়ার কাঁধে হাত রেখে তাঁকে কাছে টেনে নেন। আর এতেই রাহার মায়ের গালদুটো লজ্জায় হয়ে যায় টকটকে লাল!
এদিন রণবীর এবং আলিয়া সাদা পোশাকে টুইনিং করছিলেন। রণবীর পরেছিলেন সাদা রাউন্ড নেক টি এবং নীল ডেনিম, পাউডার ব্লু ওভারশার্ট দিয়ে লুকটি সম্পূর্ণ করেছিলেন। এদিকে, আলিয়া একটি সাধারণ কিন্তু চটকদার সাদা টি-শার্ট এবং নীল জিন্সে এসেছিলেন।
লাভ অ্যান্ড ওয়ার সম্পর্কে:
২০০৭ সালে বনশালির ছবি দিয়েই অভিনয়ে হাতেখড়ি হয়েছিল রণবীর কাপুরের। এটা তাঁদের দুজনের একসঙ্গে যৌথ কাজ হতে চলেছে। আলিয়া ভাট ২০২২ সালে গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়িতে বনশালির সঙ্গে কাজ করেছেন। লাভ অ্য়ান্ড ওয়ারে আছেন ভিকি কৌশলও। ভিকির এটা প্রথম কাজ বনশালির সঙ্গে। ২০২৪ সালের জানুয়ারিতে ছবিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল।
লাভ অ্যান্ড ওয়ার অক্টোবর মাস নাগাদ ফ্লোরে যাবে বলে আশা করা হচ্ছে। ষাট বা সত্তরের দশকের পটভূমিতে হতে পারে ছবিটি বলে খবর। যুদ্ধের সময়কার এক ত্রিকোণ প্রেম ফুটে উঠবে বনশালির ছবিতে। রণবীর ও ভিকি বিমান বাহিনীর পাইলটের চরিত্রে থাকবেন বলে খবর। আর দুজনের লা ইন্টারেস্ট আলিয়া ভাট। ২০২৬ সালের মার্চ মাসে ছবিটি মুক্তি পাওয়ার খবর।