রণবীর কাপুর এবং আলিয়া ভাটের মুম্বইয়ের বান্দ্রায় নতুন বাংলোর কাজ গত বছরের অক্টোবরে প্রায় শেষ হয়ে এসেছিল। তবে অনেকের মতে এখনও আসল কাজটাই বাকি।
Ad
আলিয়া-রণবীরের বাংলো অবশেষ তৈরি, কিন্তু এখনও বাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের কাজ!
রণবীর কাপুর এবং আলিয়া ভাটের মুম্বইয়ের বান্দ্রায় নতুন বাংলোর কাজ গত বছরের অক্টোবরে প্রায় শেষ হয়ে এসেছিল। তবে অনেকের মতে এখনও আসল কাজটাই বাকি। গত বছরের তুলনায়, বাড়িটিতে অনেক বেশি নাকি অন্যরকম দেখাচ্ছে, আরও বেশি সাজানো। যার মধ্যে প্রতিটি ফ্লোরে সবুজের সমারোহও রয়েছে। তবে, স্যোশাল মিডিয়ায় দেখা গিয়েছে যে বাড়ির একটি গুরুত্বপূর্ণ অংশ এখনও নেই।
এক পাপারাৎজি তাঁদের ইনস্টাগ্রামে রণবীর এবং আলিয়ার নতুন বাড়ির একটি ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, ‘স্বপ্নের বাড়িতে নতুন শুরু! আলিয়া এবং রণবীরের ভালোবাসার বাড়ি অবশেষে তৈরি।’ গত বছরের ভিডিয়োর তুলনায়, বাড়িটা একটু বেশি পরিপূর্ণ বলে মনে হচ্ছে, যার মধ্যে রয়েছে সবুজের সমাহার এবং পরিবারের গোপনীয়তা রক্ষার জন্য ঘিরে দেওয়া হয়েছে। বাড়িটি গতবারের তুলনায় আরও বেশি মসৃণ দেখাচ্ছে, তবে সামনের গেট এখনও বসানো হয়নি।
নেটিজেনরা এটা নিয়ে তাই মজাও করেছে। বাড়িটা 'অবশেষে প্রস্তুত' কিন্তু গেটটি এখনও বসানো হয়নি, এটা নিয়ে সবাই রসিকতা করেছে। একজন মন্তব্য করেছিলেন, 'এতে ওঁদের এত খরচ হয়েছে যে, ওঁরা সিদ্ধান্ত নিয়েছেন যে, নতুন গেটের প্রয়োজন নেই।' আর একজন রসিকতা করে লিখেছেন, ‘গেটটি ফ্ল্যাটবোর্ড দিয়ে তৈরি কেন?’ একজন লেখেন, ‘রণবীরের মনের ভাব এমন হবে, আমি নতুন মেইন গেট পাব না।’ আর একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘মেইন গেটের কি আলাদা তহবিল আছে?’
রণবীর এবং আলিয়ার বাড়িটি কয়েক বছর ধরে নির্মাণাধীন। বাড়িটি তৈরির সময় তারকা দম্পতিকে প্রায়শই তাঁদের মেয়ে রাহা কাপুর, অথবা রণবীরের মা নীতু কাপুরের সঙ্গে সেখানে যেতে দেখা গিয়েছে। তাঁরা বর্তমানে পালি হিলে থাকেন।
কাজের সূত্রে রণবীরকে শেষ দেখা গিয়েছিল ২০২৩ সালের সন্দীপ রেড্ডি ভাঙার হিট ছবি 'অ্যানিম্যাল'-এ। যেখানে তিনি হিংস্র ‘রণবিজয় সিং’-এর চরিত্রে অভিনয় করেছিলেন, যে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছিল। অন্যদিকে, আলিয়াকে শেষ দেখা গিয়েছিল ২০২৪ সালের ভাসান বালার 'জিগরা' ছবিতে। ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। শীঘ্রই তাঁদের সঞ্জয় লীলা বনসালির ' লাভ অ্যান্ড ওয়ার' -এ জুটিতে দেখা যাবে। তাঁরা ছাড়াও এই ছবিতে সহশিল্পী হিসেবে থাকবেন ভিকি কৌশল। তাছাড়াও রণবীরকে রামায়ণেও অভিনয় রামের ভূমিকায় দেখা যাবে। এই ছবিতে তাঁর বিপরীতে থাকছেন সাই পল্লবী। অন্যদিকে, বলিউডের স্পাই ইউনিভার্সের প্রথম মহিলা স্পাই হিসেবে দেখা যাবে আলিয়াকে 'আলফা'-তে। এই ছবি তাঁর সঙ্গে শর্বরীও থাকছেন।