মুক্তির আগে থেকেই চর্চায় ছিল শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় ও রাখি গুলজারের ছবি 'আমার বস'। এরপর ৯ মে শুক্রবার মুক্তি পেয়েছে উইন্ডোজ প্রোডাকশনের এই ছবি। এরপর ১০ মে, শনিবার প্রযোজনা সংস্থা জানাচ্ছে, ‘মুক্তির প্রথম দিনই প্রায় ১১ হাজার মানুষ আমার বস দেখে ফেলেছেন। বুক মাই শো-তে এই ছবির টিকিট এখন ট্রেন্ডিং।’
এদিকে 'বুক মাই শো'- থেকে জানা যাচ্ছে, শুক্রবার গোটা দেশে ‘আমার বস’ মোট ১৭টা শো পেয়েছিল। টলি বাংলা বক্স অফিসেও উঠে এসেছে এই তথ্য।
এখানেই শেষ নয়, ৯ মে মুক্তির পর ১০ মে ছবিটি বক্স অফিসে দ্বিতীয় দিনে পা রেখেছে। তারই মধ্যে ১১ মে-র জন্যA ছবির অগ্রিম টিকিট বিক্রি হতে শুরু করেছে। প্রযোজনা সংস্থা জানাচ্ছে, রবিবারের জন্যও ছবির টিকিট বুকিং একপ্রকার ফুল হয়ে গিয়েছে। আইনক্স, পিভিআর, সিনেপলিস ছাড়াও প্রিয়া, নবীনা, বিনোদিনীর মতো সিঙ্গল স্ক্রিন গুলিতেও ছবিটি দেখা যাচ্ছে। বুক মাই শো থেকে জানা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় ছবিটির প্রায় ৭.২৮ হাজার টিকিট বুক হয়েছে।

প্রসঙ্গত উউন্ডোজ প্রোডাকশনের ছবি মানেই থাকবে নতুন কিছু বার্তা, এমনটাই প্রত্যাশিত। 'আমার বস'-এর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। কর্পোরেট অফিসের উদ্যোগে কর্মীচারীদের বৃদ্ধ বাবা-মায়ের জন্য 'ডে কেয়ার হোম' চালু করার বার্তা দিয়েছে এই ছবি। ইতিমধ্যেই এই ছবিটি যাঁরা দেখেছেন তাঁরা এমন অভিনব বার্তা নিয়ে চর্চা শুরু করেছেন। ইতিমধ্যেই সমালোচক ও বহু দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে এই ছবি।
'আমার বস' ছবির হাত ধরেই দীর্ঘ ২২ বছর পর বাংলা ছবিতে ফিরেছেন রাখি গুলজার। আবার শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের এই ছবিতে প্রথমবারের জন্য একসঙ্গে দেখা গিয়েছে সাবিত্রী চট্টোপাধ্যায় ও রাখি গুলজারকে। ছবিতে শিবপ্রসাদ, রাখি, সাবিত্রী ছাড়াও রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়. শ্রুতি দাস, সৌরসেনী মৈত্র, গৌরব চক্রবর্তী, আভেরি সিংহ রায়, ঐশ্বর্য সেন, উমা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। এই ছবির হাত ধরে বহু বছর পর পর্দায় দেখা গিয়েছে অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়কে।