
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কিছুদিন আগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রজনীকান্ত। জানা গিয়েছিল তাঁর মহাধমনীতে কিছু সমস্যা দেখা দিয়েছিল। স্টেন্ট বসানোর পর এদিন তাঁকে ছাড়া হল হাসপাতাল থেকে। এখন কেমন আছেন রজনীকান্ত? কী আপডেট পাওয়া গেল?
আরও পড়ুন: 'মানসিক সুস্থতা কামনা করি', আরজি করে নির্যাতিতার মূর্তি বসতেই কটাক্ষ BJP -র তরুণজ্যোতি, গায়ক সুরজিৎদের
জানা গিয়েছে বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন রজনীকান্ত। ওদিন সকাল ১১ টা নাগাদ তাঁকে ছাড়া হয় অ্যাপোলো হাসপাতাল থেকে। এমনটাই চেন্নাই পুলিশের তরফে জানানো হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়ায়, পেট ব্যথা শুরু হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয় তড়িঘড়ি।
চেন্নাইয়ের এই হাসপাতালের মেডিকেল সার্ভিসের ডিরেক্টর ডক্টর আর কে ভেঙ্কেটাসালম হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানিয়েছিলেন সোমবার অভিনেতাকে গুরুতর অবস্থায় আনা হয়। তাঁর মহাধমনী অর্থাৎ যেটা হার্ট থেকে বেরোচ্ছে (Aorta) সেটা ফুলে ঢোল হয়ে গিয়েছিল। সেটার চিকিৎসা করা হয় কোনও রকম সার্জারি ছাড়াই, Transcatheter পদ্ধতির সাহায্যে। মঙ্গলবার, ১ অক্টোবর সেই হাসপাতালের সিনিয়র কার্ডিওলজিস্ট ডাক্তার সাই সতীশ তাঁর মহাধমনীতে একটি স্টেন্ট বসান ফোলা কমানো এবং পুরোপুরি ভাবে আটকানোর জন্য । এই গোটা পদ্ধতি সঠিক ভাবে সম্পন্ন হয়েছে বলেই হাসপাতালের তরফে জানানো হয়। একই সঙ্গে বলা হয়েছে তিনি আপাতত স্টেবল আছেন। ভালো আছেন।
অভিনেতার স্ত্রী নিউজ ১৮ কে দেওয়া একটি সাক্ষাৎকারে সেদিন জানিয়েছিলেন রাতের বেলায় তাঁর পেট ব্যথা শুরু হয়। তখনই তাঁকে হাসপাতালে এনে ভর্তি করানো হয়। চিকিৎসার পর যে অভিনেতা সুস্থ আছেন সেটা তাঁর স্ত্রীও এদিন নিশ্চিত করেছেন ।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports