টলিউডে হঠাৎই যেন ভাঙনের জোয়ার লেগেছে। একসময় যেই তারকাদের পাওয়ার কাপলের আখ্যা দেওয়া হত, তাঁরাই আজ আলাদা। যিশু-নীলাঞ্জনা, ঋষি কৌশিক-দেবযানী, একের পর এক চমক লাগানো তথ্য ক্রমাগত আসছে সামনে। তবে এরই মাঝে কিছু তারকা দম্পতি বুঝিয়ে চলেছেন, শত ব্যস্ততা থাকলেও, চাইলেই একে-অপরকে আগলে রাখা যায়।
রাজ চক্রবর্তী আর শুভশ্রী গঙ্গোপাধ্যায় ২০১৮ সালের ১১ এপ্রিল বিয়ে করেছিলেন বাওয়ালির রাজবাড়িতে। একেবারে রাজকীয় আয়োজনে চার হাত এক হয়। বর্তমানে তাঁরা দুই সন্তান সাড়ে তিন বছরের ছেলে ইউভান ও ৮ মাসের মেয়ে ইয়ালিনির বাবা-মা। হাতেও একাধিক প্রজোক্ট। তবে তার মাঝেও একে-অপরকে সময় দিতে ভোলেন না।
আরও পড়ুন: অস্ট্রিয়ার মেডিক্যাল হেলথ রিসর্টে ক্যাটরিনা, বসে আছেন একাকী, সব ঠিক আছ তো?
বুধবার রাতে ডিনার ডেটের ছবি শেয়ার করে নিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে। কালো রঙের একটি লম্বা গাউন ছিল শুভশ্রীর গায়েতে। বরের গায়ে ঠেঁস দিয়ে বসে আছেন তিনি। পাউট করে ছবিখানা তুলেছেন ইয়ালিনি-ইউভানের মাম্মা। আর ক্যাপশনে লিখেছেন, ‘ডেট নাইট’।
দেখুন শুভশ্রীর ইনস্টাগ্রাম স্টোরি-