কিছুদিন আগেই একটি সাক্ষাৎকারে রহমান শোল জানিয়েছিলেন, সুস্মিতা সেন যে হীরা পছন্দ করেন, সেটি দেওয়ার ক্ষমতা তাঁর নেই। অন্যদিকে সুস্মিতাও বারবার রহমানকে নিজের ‘ভালো বন্ধু’ বলে দাবি করেছেন। সকলে যখন রহমানকে বিশ্বসুন্দরীর শুধুই প্রাক্তন বলে মনে করছেন ঠিক তখনই রহমানের সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে চোখ আটকে গেল নেটিজেনদের।
সুস্মিতার সঙ্গে একটি সাদা কালো ছবি পোস্ট করে রহমান লেখেন, ‘আজ ৭ বছর সম্পন্ন হল। আমি তোমাকে ধাওয়া করা শিখিয়েছিলাম আর তুমি আজ আমাকেই টপকে গিয়েছো। তুমি আমাকে সাঁতার শিখিয়েছিলে, আমার আজ অব্দি সেরা চুল কেটে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ না জানিয়ে কি থাকতে পারা যায়?’
আরও পড়ুন: বিপ্লবী অনন্ত সিংয়ের ভূমিকায় জিৎ, কবে থেকে শুরু বায়োপিকের কাজ?
আরও পড়ুন: ‘ধুমকেতু’-র মিউজিক লঞ্চ অনুষ্ঠানে চেয়ার সাজাতে ব্যস্ত দেব, মুগ্ধ নেটপাড়া
রহমান আরও লেখেন, ‘আমরা ভয়, শক্তি এবং ভূমিকা অদল বদল করেছি, আমরা এমন একটি বন্ধন খুঁজে পেয়েছি যা সমস্ত পরিচয়কে ছাপিয়ে গিয়েছে। প্রেমিক নয়, অপরিচিত নয়, বরং তুমি একসময় আমার সব থেকে নিরাপদ স্থান ছিলে, আজও আছো!!! আমাদের ভালবাসা এবং টিকে থাকা শান্ত বন্ধুত্বের জন্য কৃতজ্ঞ।’
রহমানের এই পোস্ট দেখে কিছুটা দ্বিধায় রয়েছেন নেটিজেনরা। তাহলে কি আবার প্রাক্তন প্রেমিকের কাছেই ফিরে গিয়েছেন বিশ্ব সুন্দরী? সবকিছু কি আবার আগের মতোই হয়ে গিয়েছে, নাকি শুধুই রয়েছে বন্ধুত্ব? তবে যদি সম্পর্ক টিকে নাও থাকে, তাও রহমানের এমন একটি পোস্ট সত্যিই মন ভালো করে দেয়।
আরও পড়ুন: মুক্তির এখনও একমাসও অতিক্রান্ত হয়নি, তার মধ্যেই বড় সিদ্ধান্ত ‘ম্যাডাম সেনগুপ্ত’ নির্মাতাদের
আরও পড়ুন: চলে গেলেন কবি রাহুল পুরকায়স্থ, সাহিত্য জগতে অপুরণীয় ক্ষতি
প্রসঙ্গত, ২০১৮ সালে সুস্মিতা এবং রহমান ডেটিং শুরু করেছিলেন। সুস্মিতার দুই মেয়েকে নিয়ে একাধিক পোস্ট করতে দেখা যেত রহমানকে। একসময় যখন সকলে ভেবেছিলেন সুস্মিতা এবার হয়তো বিয়ের পিঁড়িতে বসবেন ঠিক তখনই সকলকে অবাক করে দিয়ে সুস্মিতা এবং রহমান আলাদা হয়ে যান।