
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
২০২২-এর ৬ নভেম্বর জন্ম। দেখতে দেখতে আজ বুধবার, এবছর (২০২৪-৬ নভেম্বর) ২-এ পা রাখল রণবীর-আলিয়ার আদরের রাহা। কাপুর বাড়ির এই মেয়ের আজ দ্বিতীয় জন্মদিন। নাতনির জন্মদিনে এদিন তাঁর একটা আদুরে ছবি পোস্ট করেছেন ঠাকুমা নীতু কাপুর। যে ছবিতে রণবীর-আলিয়ার মাঝে মোটা জ্যাকেটে বন্দি অবস্থায় দেখা মিলেছে ছোট্ট রাহাকে। ভাইঝিকে শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করেছেন পিসি ঋদ্ধিমা কাপুর সাহানিও।
তবে ঠাকুমা নীতু, পিসি ঋদ্ধিমার ছবিতে দেখা মিলেছে চেনা 'রাহা'র। তবে এবার মেয়ের জন্মদিনে তাঁর অদেখা ছবি পোস্ট করলেন মা আলিয়া ভাট। যে রাহাকে পরিবারের লোকজন ছাড়া এর আগে কখনও দেখেনি গোটা বিশ্ব। সদ্যোজাত রাহার ছবি দিয়ে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আলিয়া। তাঁর পোস্ট করা ছবিতে আলিয়ার বুকে লেপটে থাকতে দেখা যাচ্ছে সদ্যোজাত রাহাকে। পিছন থেকে মেয়েকে স্পর্শ করে রয়েছেন রণবীর কাপুর।
ছবিটি পোস্ট করে আলিয়া মেয়েকে খোলা চিঠিতে লেখেন, ‘আজ তোমার ২ বছর। তবে এই ভাবেই আমি সেই সময়কে ফিরিয়ে দিতে চাই যখন তোমার বয়স ছিল মাত্র কয়েক সপ্তাহ। আমার মনে হয়, সমস্ত বাবা-মাই চান, তাঁর সন্তান চিরকালই শিশুই থাকুক। শুভ জন্মদিন আমার জীবন। তুমি আমার কাছে এখন বার্থডে-কেক-এর মতোই একটা অনুভূতি।'
আরও পড়ুন-'মদ ছুঁয়েও দেখিনি কখনও, মায়ের বারণ! তবে আমার একটা নেশা ভীষণভাবে আছে', বলছেন কার্তিক
আরও পড়ুন-গুরুতর অসুস্থ! বিরল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ‘চিনি’র অন্তরা, এখন কেমন আছেন সুজাতা দাঁ?
আলিয়ার এই পোস্টে তাঁর ননদ ঋদ্ধিমা লিখেছেন, 'মূল্যবান'। আলিয়ার মা সোনি রাজদান এবং তাঁর জিগরা পরিচালক ভাসান বালা লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন।
২০২২ সালের এপ্রিলে রণবীরকে বিয়ে করেন আলিয়া। তিনি ২০২২ সালের নভেম্বরে তাঁদের জীবনে আসে প্রথম সন্তান রাহা। যদিও শুরুতে পাপারাৎজির চোখ থেকে দূরেই রেখেছিলেন রণবীর-আলিয়া। তারকা দম্পতি প্রথমবার মেয়ের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন, ২০২৩- এর ডিসেম্বরে। কাপুর বাড়ির ক্রিসমাস পার্টিতে। তবে রাহার বয়স সবে ১ বছর ১ মাস। তাই ১ বছর বয়সের আগে রাহা ঠিক কেমন ছিল, তা বেশিরভাগ মানুষের কাছেই ছিল অজানা। এই প্রথমবার সদ্যোজাত রাহা-র ছবি পোস্ট করলেন রণবীর ঘরণী।
এদিকে কাজের ক্ষেত্রে রণবীর কাপুরকে শীঘ্রই নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ দেখা যাবে। আলিয়াকে দেখা যাবে স্পাই-থ্রিলার 'আলফা' ও 'লাভ অ্যান্ড ওয়ার'-এ।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports