রাহার মিষ্টি মুখ, আদুরে কণ্ঠের জাদুতে বুঁদ থাকে নেটপাড়া। আক্ষরিক অর্থেই রাজকন্যে সে। গত ২৫শে ডিসেম্বর বাবার কোলে চড়ে কাপুরদের ক্রিসমাস লাঞ্চে পৌঁছেছিল রাহা। পাপারাৎজিদের দিকে ছু়ড়ে দিয়েছিল উড়ন্ত চুমু। সেই সব ভিডিয়ো আগেই ভাইরাল হয়েছে নেটপাড়ায়, এবার ২৫ ডিসেম্বরের এক অদেখা ভিডিয়ো সামনে এসেছে। মেয়েকে ক্যামেরার সামনে আনবার আগে ওইদিন ফটোগ্রাফারদের শান্ত হওয়ার অনুরোধ করেন আলিয়া। জানান, মেয়ে ভয় পাচ্ছে। মুখে আঙুল দিয়ে সকলকে চুপ করতে বলেন রণবীর ঘরণী। নতুন ভিডিয়োতে দেখা গেল কাপুর বাড়ির অন্দরে ঢোকবার আগের মুহূর্তে মা-কে নকল করে মুখে আঙুল দিয়ে সকলকে চুপ করতে বলছে রাহা।
এই নতুন ক্লিপে স্টার কিড পুরোপুরিভাবে তাঁর মা-কে নকল করল। রাহার বয়স সবে দু-বছর। এখন থেকেই ক্যামেরার সামনে তাঁর অঙ্গভঙ্গি দেখে মনে হবে পুরো হিরোইন-মেটিরিয়াল। আসলে অভিনয় তাঁর রক্তে। কাপুর পরিবারের ঐতিহ্য যে সুরক্ষিত হাতে আছে, তা নিশ্চিতভাবেই বলা যায়।
বর্তমানে রাহা রণবীর ও আলিয়ার সঙ্গে ছুটি কাটাচ্ছেন। নতুন বছরকে স্বাগত জানাতে মুম্বই ছেড়েছেন তারকা দম্পতি। গত সপ্তাহান্তে বিমানবন্দরে তিনজন লেন্সবন্দি হন। এয়ারপোর্টে রাহা আবারও তার পাপারাজ্জি কাকুদের দিকে হাত নাড়েন, 'হাই' বলে চিৎকারও করেন রণবীর কন্যা।
আগামিতে লীলা বনশালির 'লাভ অ্যান্ড ওয়ার' এবং নীতেশ তিওয়ারির রামায়ণে দেখা যাবে রণবীরকে। শ্যুটিং চলছে এই দুই ছবির, ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। আলিয়াকে শেষবার দেখা গিয়েছিল ভাসান বালার 'জিগরা' ছবিতে। 'ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা'র পর রণবীরের সঙ্গে ফের দেখা মিলবে আলিয়ার, সৌজন্যে বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’। যদিও আলিয়ার পরবর্তী রিলিজ শিব রাওয়ালির আলফা, যা ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের একটি অংশ।