নেটফ্লিক্সে সম্প্রচারিত হচ্ছে কপিল শর্মার 'গ্রেট ইন্ডিয়ান কপিল শো'র তৃতীয় সিজন। সম্প্রতি এই শোয়ে হাজির হয়েছিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া ও তাঁর স্বামী রাঘব চাড্ডা। শনিবার সম্প্রচারিত এই এপিসোডে কপিল শর্মা দম্পতিকে পরিবার পরিকল্পনা, প্রথম সাক্ষাৎ এবং বিয়ের পরের জীবন নিয়ে নানা কথা বলেন।
এই সময়ই পরিবার পরিকল্পনা ভাগ করে নেন রাঘব চাড্ডা। বাবা হওয়া নিয়ে জবাব দেন আপ নেতা। রাঘব এবং পরিণীতি কি সন্তান নেওয়ার কথা ভাবছেন?
কপিল তাঁর বিয়ের একটি ঘটনা শেয়ার করেন এবং জানান যে কীভাবে তাঁর মা তাঁর স্ত্রী গিন্নিকে দেখার পরে ঠাকুমা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এরপরই রাঘব ও পরিণীতিকে প্রশ্ন করেন কপিল, তাঁদেরও কি এমন কিছু হয়েছিল? এর উত্তরে রাঘব তৎক্ষণাৎ উত্তর দেন, ‘আমি আপনাকে দেব, খুব শীঘ্রই সুখবর দেব।’
দেখা যায় যে রাঘবের মুখে এমন কথা শুনে, রীতিমতো অবাক হন পরিণীতি। এরপর হাসতে শুরু করেন।
কথোপকথনের সময়, পরিণীতি বলেছিলেন যে তাঁর ভাই ইতিমধ্যে রাঘবের ভক্ত ছিলেন এবং লন্ডনে একটি ইভেন্টে রাঘবের সঙ্গে তাঁর প্রথম দেখা হয়েছিল। দুজনের দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই রাঘব তাদের পরের দিন ব্রেকফাস্ট ডেটের জন্য ডেকেছিলেন। তবে দুজনের প্রথম দেখা মোটেও একা হয়নি, আরও ১৫জন ছিলেন। রাঘব ‘প্রথম দর্শনের প্রেম’ বলে অভিহিত করেন এটিকে।
পরিণীতি জানান যে, রাঘবের সঙ্গে ব্রেকফাস্ট করার পরেই পরিণীতি ফিরে এসে গুগলে তাঁর বয়স, বিবাহিত না অবিবাহিত, এমপি হিসেবে কী কাজ করতে হয়, এসব সার্চ করেন। তবে বিশেষ জোর দিয়েছিলেন উচ্চতায়, কারণ পরিণীতি জানান যে, বরাবরই তিনি নিজের থেকে লম্বা ছেলে বিয়ের ইচ্ছে রাখতেন।