'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো' আজকাল হামেশাই শিরোনামে থাকে। এই শোতে তারকারা তাঁদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের অনেক রহস্য উন্মোচন করেন। এমন পরিস্থিতিতে এবার কপিলের শোয়ে অতিথি হিসেবে হাজির হলেন বলিউড ও রাজনীতি অঙ্গনের দুই নামকরা ব্যক্তিত্ব। আমরা কথা বলছি বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডা। কপিলের শো-তে অতিথি হয়ে হাজির হয়েছিলেন দু'জনে। দু'জন একে অপরের সম্পর্কে অনেক প্রকাশ করেছিলেন এবং মজার জিনিস বলেছেন। এদিন পরিণীতি সম্পর্কে রাঘব এমন অনেক কথা বলেন, যা শুনে অর্চনা পুরান সিং ও কপিল শর্মাও অবাক হন। স্ত্রীকে নিয়ে রাঘব কী বললেন জানেন?
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং তাঁর স্বামী রাঘব চাড্ডা 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো' তে হাজির হয়েছিলেন। মুক্তি পেয়েছে কপিল শর্মার শোয়ের সেই পর্বের প্রোমো। প্রোমোতে কপিলকে রাঘব চাড্ডাকে টানতে দেখা যাচ্ছে। কপিল তখন রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়াকে জল থেকে আংটি খোঁজার রীতি সম্পাদন করান। কপিল এদিন রাঘব এবং পরিণীতিকে তাঁদের প্রথম সাক্ষাৎ এবং প্রস্তাব সম্পর্কে জিজ্ঞাসা করেন। এ প্রসঙ্গে রাঘব চাড্ডা বলেন, 'লন্ডনে আমাদের প্রথম দেখা হয়। সেই বৈঠকের পর ল্যাপটপ খুলে প্রথমে রাঘব চাড্ডার উচ্চতা পরীক্ষা করেন তিনি। পরিণীতি সম্পর্কে রাঘব জানান, তিনি যা কথা বলেন, তার উল্টোটা ঘটে। রাঘব চাড্ডা বলেন, 'উনি যা বলেন, হয় উল্টোটা। আমি জীবনে কোনও রাজনীতিবিদকে বিয়ে করব না বলেও নেতাকে বিয়ে করেছেন তিনি। এখন আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলি যে আপনি যদি বলেন যে রাঘব চাড্ডা কখনই ভারতের প্রধানমন্ত্রী হতে পারবেন না, তবে এটি বিপরীত ঘটবে। এ কথা শুনে অর্চনা পুরান সিং, নভজ্যোত সিং সিধু ও কপিল শর্মা হো হো করে হেসে ওঠেন।