বাংলা নিউজ > বায়োস্কোপ > 'শান্তিনিকেতনের ঘণ্টাতলায় বসে গান গাওয়ার কথা ভীষণ মনে পড়ে…', ২৫ বৈশাখে মুক্তি পেল পৌষালীর গাওয়া 'জগৎ জুড়ে উদার সুরে'
পরবর্তী খবর
৯ মে ঘটা উদযাপিত হয়েছে ২৫ বৈশাখ। আর রবি ঠাকুরের জন্মদিনেই মুক্তি পেয়েছে গায়িকা পৌষালী বন্দ্যোপাধ্যায়ের গাওয়া রবীন্দ্রসঙ্গীত ‘জগৎ জুড়ে উদার সুরে’। তবে শুধু রবীন্দ্রনাথের গাওয়া গানই নয়, এই গানের উপর একটি মিউজিক ভিডিয়োও বানিয়ে ফেলেছেন পৌষালী।
এই মিউজিক ভিডিয়োতেও পৌষালীকে কবিগুরুর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাতে দেখা যাচ্ছে। এখানে তাঁকে লাল পাড় সাদা শাড়িতে চিরাচরিত বাঙালি সাজে দেখা যায়। একটি বড় দালান বাড়িতে রবীন্দ্রনাথের ছবি রেখে, তাতে মাল্যদান করতেও দেখা যায় গায়িকাকে। এরপর রবি ঠাকুরের ছবির সামনে বসে হারমোনিয়াম বাজিয়ে গানও গান তিনি। তাঁর সঙ্গে ছিলেন আরও বেশ কয়েকজন তরুণ-তরুণী। এই মিউজিক ভিডিয়োটি মুক্তি পাওয়ার সঙ্গেই মন ছুঁয়েছে বহু অনুরাগীর। অনেককেই ইউটিউবের কমেন্ট বক্সে গায়িকার এই গানের প্রশংসা করেছেন।