
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
সাতপাকে বাঁধা পড়লেন পিভি সিন্ধু। ব্যাডমিন্টন তারকা এদিন গাঁটছড়া বাঁধলেন ব্যবসায়ী ভেঙ্কট দত্তর সঙ্গে। উদয়পুরে বসেছিল তাঁদের বিবাহ বাসর। গত ২২ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। তারপর সোমবার ফিরে এলেন হায়দরাবাদ। বিয়ের পর প্রথমবার জুটিতে দেখা মিলল তাঁদের।
আরও পড়ুন: দেবের ছবির ভুলচুক চোখে আঙুল দিয়ে দেখালেন সৃজিত! তবুও কেন বললেন, 'খাদান ভীষণ জরুরি ছবি...'?
২২ ডিসেম্বর নিকট বন্ধু, আত্মীয়, পরিবারের লোকজন ছাড়াও একাধিক মন্ত্রী, সহ তারকারা উপস্থিত ছিলেন নবদম্পতিকে আশীর্বাদ জানানোর জন্য। এদিন পিভি সিন্ধুর বিয়ের ছবি পোস্ট করেন খোদ সংস্কৃতি এবং ট্যুরিজমের কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। বিয়ের সাজে একেবারেই চেনা যাচ্ছিল না পিভি সিন্ধুকে।
বিয়েতে পিভি সিন্ধু পরেছিলেন আইভরি রঙের সিল্কের শাড়ি। সঙ্গে ছিল ভরাট কাজ। সঙ্গে রীতি মেনে গা ভর্তি গয়না, মালায় সেজেছিলেন। অন্যদিকে ভেঙ্কট পরেছিলেন আইভরি রঙের ধুতি, পঞ্জাবি এবং ওড়না।
আরও পড়ুন: 'পেয়ারেলালের প্যারালাইসিস হয়ে গেছে শুনে!', দুই শালিক খ্যাত নন্দিনীর গান শুনে হেসে লুটোপুটি খাচ্ছে নেটপাড়া!
এদিন বরের হাত ধরে হায়দরাবাদ ফিরতে দেখা গেল ব্যাডমিন্টন তারকাকে। তাঁর পরনে ছিল ফুল হাতা কমলা রঙের আনারকলি। সেই পোশাকেও ভরাট এমব্রয়ডারি দেখা গিয়েছে। সঙ্গে নিয়েছিলেন বাঁধনি প্রিন্টের ওড়না। গলায় মঙ্গলসূত্র এবং হাতের ডায়মন্ড রিং কারও চোখ এড়ায়নি। হালকা মেকআপে একেবারেই অন্যরকম দেখাচ্ছিল তাঁকে। অন্যদিকে ভেঙ্কটকে দেখা গেল সাদা পায়জামা, কুর্তার সঙ্গে বেগুনি রঙের কোটে।
উদয়পুরে সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। এবার তাঁদের রিসেপশনের পালা। জানা গিয়েছে সেখানে সচিন তেন্ডুলকর থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সহ একাধিক তারকা, খ্যাত নামা ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: সেটে মারাত্মক 'কড়া' সৃজিত! 'তোপসে' কল্পন বললেন, 'শুরুর দিকে খুব বকা খেয়েছি, তারপর...'
৳7,777 IPL 2025 Sports Bonus