একরত্তি মেয়ে মালতি মেরি চোপড়াকে সব সময় নিজের সঙ্গে রাখেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। রাষ্ট্রসংঘের সাধারণ সম্মেলনে যোগ দেওয়ার সময়, মেয়েকে নিয়ে নিউ ইয়র্ক উড়ে গিয়েছেন নায়িকা।
দুপুরে মধ্যাহ্নভোজের পর মেয়ে মালতির সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন দেশি গার্ল। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে বসে জানলা থেকে বাইরের দৃশ্য উপভোগ করছেন, সেই ছবি শেয়ার করেছেন তিনি। বর্তমানে রাষ্ট্রসংঘের অন্তর্গত ‘ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলেড্রস ইমার্জেন্সে ফান্ড’ বা ‘ইউনিসেফ’-র গুডউইল অ্যাম্বাসাডার পদ রয়েছে প্রিয়াঙ্কা। সোমবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় যোগ দিয়ে ভাষণ দেন তিনি। আরও পড়ুন: দুধ সাদা শর্ট ড্রেসে ‘হট’ লুকে অনন্যা, নতুন ফটোশ্যুটে লাস্যময়ী অবতারে নায়িকা
একরত্তি মেয়েকে নিয়ে কাঁচের জানলা থেকে শহরটাকে উপভোগ করছেন দেশি গার্ল। দ্বিতীয় ছবিটা সেলফি। ছবির ক্যাপশনে জানিয়েছেন, এটাি তাঁর মেয়ের সঙ্গে প্রথম ট্রিপ। তবে ছবিতে মালতির মুখ দেখা যায়নি। আরও পড়ুন: কোন রহস্য লুকিয়ে পাহাড়ি গ্রামে? সন্ধানে বনি! প্রকাশ্যে ‘জতুগৃহ’র ট্রেলার