Poila Baishakh: 'আলোর কোলে'তে নববর্ষ উদযাপন, বৈশাখী হুল্লোড়ে সামিল ‘পর্ণা’, ‘রাইপূর্ণা’, ‘তিতির’রাও, কী কী ঘটবে?
Updated: 14 Apr 2024, 06:42 PM IST Ranita Goswami 14 Apr 2024 Poila Baishakh, Naboborsho, Bengali New Year 1431, Alor Kole Serial, আলোর কোলে, পয়লা বৈশাখ, নববর্ষ উদযাপননববর্ষ উদযাপনের জন্য সাজিয়ে তোলা হয়েছে ‘আলোর কোলে’র সেট। নাচ-গান আর নানান অনুষ্ঠানে জমজমাট হবে বৈশাখী উদযাপন। তবে শুধুই আলো, রাধা, আদিত্য পুপুলরা নয়, ‘আলোর কোলে’র বৈশাখী অনুষ্ঠানে উপস্থিত থাকবে আরও অনেকেই।
পরবর্তী ফটো গ্যালারি