শ্বশুরবাড়ির লোকজন নিয়ে নিজের রেস্তরাঁয় প্রিয়াঙ্কা, দেখুন জমাটি পার্টির সব ছবি
Updated: 05 May 2023, 03:11 PM IST Priyanka Bose 05 May 2023 প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, লাভ এগেইন, আফটার পার্টি, Priyanka Chopra, Priyanka Chopra party photo, Nick Jonas‘লাভ এগেইন’ ছবির প্রিমিয়ার শেষে পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা গেল প্রিয়াঙ্কাকে। পরিবারের সঙ্গে নিজের নিউ ইয়র্কের রেস্তরাঁ ‘সোনা’য় জমিয়ে পার্টি করলেন অভিনেত্রী। মা মধু চোপড়া, স্বামী নিক জোনাস, শাশুড়ি ডেনিস জোনাসের কেভিন জোনাস এবং তাঁর স্ত্রী ড্যানিয়েল জোনাস সঙ্গে ছবি শেয়ার করেছেন।
পরবর্তী ফটো গ্যালারি