দীর্ঘদিন ছোট পর্দা থেকে দূরে রয়েছেন অভিনেত্রী পায়েল দেব। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ধুমধাম করে বিয়ে করেন তিনি। কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকে শেষ দেখা গিয়েছে পায়েলকে। কাজ করেছেন এই পথ যদি না শেষ হয়, রাঙা বউ-এর মতো জনপ্রিয় ধারাবাহিকেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে পায়েল অভিযোগ করলেন যে, তিনি কাজ করতে চান। কিন্তু কাজ পাচ্ছেন না। এর কারণ কী, সেটাও তাঁর কাছে স্পষ্ট নয় বলেই জানালেন।
পায়েল তাঁর কাজে না ফেরা প্রসঙ্গে আজকালকে বলেন, ‘খুব ভালো আছি সেটা বলতে পারছি না। সংসার খুব ভালো চলছে। নতুন বাড়িতে, নতুন সংসারে ভালো আছি। কিন্তু আমি কাজ করতে চেয়েছি, কাজ করতে চাই। কিন্তু পাচ্ছি না। কেউ বলবে পারিশ্রমিকের জন্য, কেউ বলবে অভিনয়টা পারে না, কেউ আবার বলবে আরও বেটার অপশন আছে, কেউ বলবে আমি মোটা, কেউ বলবে আমি শাসক দলের ঘনিষ্ঠ তাই কাজ পাচ্ছি না। যে কোনো কারণবশত কাজ আমার হচ্ছে না। আমি জানি না আসল কারণ কী।’
পায়েল জানান যে, তিনি নিশ্চিত ছিলেন বিয়ের পর সংসার আর কাজ দুটোই সমান তালে সামলাতে পারবেন, কিন্তু সেরকম পরিস্থিতিই আসেনি। কারণ বিয়ের পর থেকে তাঁর কাছে নতুন কোনো কাজের অফারই নেই।
পায়েল তাঁর এই সাক্ষাৎকারে মেনে নিলেন যে, বর্তমানে কাজ পাওয়ার সঙ্গে সোশ্যাল মিডিয়ার বড় একটা যোগ রয়েছে। কিন্তু তিনি সেরকমভাবে এই ব্যাপারটায় সড়গড় নন। রিল বানানো বা এডিট করতে পারেন না। অনেকেই তাঁকে ভ্লগিং করার পরামর্শ দিয়েছেন। বর নতুন ফোন কিনে দিয়েছে। শাশুড়ি ও মা-ও ক্রমাগত উৎসাহ দিয়ে চলেছেন। কিন্তু তিনিই সেই ব্যাপারটা নিয়ে কনফিডেন্স পাচ্ছেন না। কারণ তিনি মনে করেন, তিনি ক্যামেরার সামনে শট দিতে পারবেন। এসব ভ্লগিং তাঁর দ্বারা হবে না। অভিনয় ভালোবাসেন করতে, মিস করছেন সেট, মেকআপ রুম সবটা।
পায়েলের কথায়, ‘বলতে দ্বিধা নেই ওয়েব সিরিজ বা সিনেমা যারা বানায়, সেরকম কোনো লোককে আমি চিনি না। আমি জানি না কার সঙ্গে গিয়ে কাজ করতে হবে। আমি খুব কম প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেছি। আমি তাঁদেরকেই অ্যাপ্রোচ করছি। আমার না কোনো পিআর আছে, না কিছু। তবে এখন সোশ্যাল মিডিয়ায় তোমার ফলোয়ার্স কত, এটা একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি এই দিকে পিছিয়ে আছি। যারা সবটা করছে, তাঁদের হ্যাটস অফ। আমাকে এদিকটা শিখতে হবে।’