অস্কার আয়োজকরা ২০২২ সালে অনুষ্ঠানের মূল দিনটি আরো পিছিয়ে মার্চ মাসের শেষের দিকে হওয়ার কথা ঘোষণা করল। প্রায় একমাস পিছিয়ে যায় অস্কারের দিনক্ষণ। পাশাপাশি আয়োজকদের তরফে জানানো হয়েছে, অনলাইন স্ট্রিমিং ছবিগুলো এবারও একাডেমি পুরস্কারের জন্য বিবেচিত হবে।একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, হলিউডের এতিহ্যবাহী স্থানে ২০২২ সালের ২৭ মার্চ অস্কার অনুষ্ঠিত হবে। যদিও আগে ২৭ ফেব্রুয়ারি ২০২২ অস্কার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই দিনক্ষণ পরিবর্তনের কোনো কারণ স্পষ্ট করে জানানো হয়নি।একাডেমির তরফে আরো জানানো হয়েছে করোনা মহামারীর জেরে এই নিয়ে দ্বিতীয়বার প্রেক্ষাগৃহে মুক্তির জন্য তৈরি ছবিগুলো ওটিটিতে মুক্তি পাচ্ছে। যার ফলে এমন অনেক ছবি আছে যেগুলো অস্কারের জন্য মনোনীত হতে পারে। এমনকি ওটিটিতে স্ট্রিমিং এই ছবিগুলো অস্কারের জন্য বিবেচনার জন্য যোগ্য হতে পারে।বিগত ১৫ মাসে ডিজনি+, এইচবিও ম্যাক্স, নেটফ্লিক্স এবং অ্যামাজনের মতো স্ট্রিমিং পরিষেবাগুলিতে কয়েক ডজন ছবি মুক্তি পেয়েছে, এই সময় মহামারীর জেরে বিশ্বব্যাপী অনেক প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে গেছে।২০২১ সালে অস্কার অনুষ্ঠান মহামারীর কারণে ফেব্রুয়ারি থেকে পিছিয়ে এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়। এমনকি ডাউনটাউন লস অ্যাঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে প্রথমবার অনুষ্ঠিত হয়।