পরনে কালো থাই স্লিট ড্রেস, আর টিউব টপ, সঙ্গে গলা থেকে জড়ানো রূপালি চেনের কারুকাজ। প্রযোজনা সংস্থা 'ওয়াডি ফিল্মস'-এর লঞ্চ পার্টিতে এভাবেই দেখা গিয়েছিল সাংসদ, অভিনেত্রী নুসরত জাহানকে। শনিবার ক্যামাক স্ট্রিটের একটি নাইট ক্লাবে চলেছিল সেই পার্টি। সেই পার্টিরই নানান মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। যেগুলি দেখার জন্য স্ক্রল করতে করতে একটি ভিডিয়ো দেখে থমকে যেতে হয়।
আরে নুসরতের সঙ্গে গলা জড়াজড়ি করে নাচছেন ইনি কে? নাহ যশ নন, অন্যকোনও পুরুষও নন। ভালো করে দেখলেই বুঝবেন ইনি সুস্মিতা চট্টোপাধ্যায়। 'চেঙ্গিজ'-এ জিতের নায়িকা। সুস্মিতার পরনেও ছিল কালো রঙের গাউন। পার্টিতে চলা মিউজিকের তালে সুস্মিতাকে পিছন থেকে জড়িয়ে ধরে নাচতে দেখা গেল নুসরতকে। সুস্মিতার গালে চুমুও খেয়ে বসলেন নুসরত। ভিডিয়োতে ঠিক পিছনেই যশ দাশগুপ্তকে অন্যদের নাচতে দেখা গেল। ভিডিয়োটি পোস্ট করেছেন সুস্মিতা। লিখেছেন, ‘আমার পছন্দের মানুষকে অনেক শুভেচ্ছা। তোমার জন্য আমি আজ খুবই খুশি।’ ভিডিয়োটি নুসরত ও যশকে ট্যাগ করেছেন সুস্মিতা চট্টোপাধ্যায়।
আরও পড়ুন-লন্ডনে জিতুকে নিয়ে কাড়াকাড়ি! ঋতাভরী নাকি পায়েল! কে হচ্ছেন 'আপনজন’?
আরও পড়ুন-‘এই শহরেই এক রেস্তোরাঁয় প্রেম করতে যেতাম, সেটা ছিল আমার প্রথম ভালোবাসা’, অকপট শোলাঙ্কি
আরও পড়ুন-অর্জুনের জন্মদিন, পানীয়র গ্লাস হাতে অন্য পুরুষের সঙ্গে শরীর দুলিয়ে নাচলেন মালাইকা