ব্যক্তিগত জীবনটা বিশেষ ভালো যাচ্ছে না নীলাঞ্জনার। স্বামী যিশুর সঙ্গে দাম্পত্য জীবনে ইতি টেনেছেন, আবার গতবছরই সবথেকে কাছের মানুষ, নিজের মা-কে হারিয়েছেন তিনি। আর এবার অসুস্থ নীলাঞ্জনা শর্মার বাবা। জানা যাচ্ছে ICU-তে ভর্তি তিনি। তাই মহাকুম্ভ থেকে তড়িঘড়ি কলকাতায় ফিরলেন নীলাঞ্জনা।
গত ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসের দিন ছিল প্রাক্তন অভিনেত্রী, প্রযোজক নীলাঞ্জনা শর্মার (Nilanjana Sharma) জন্মদিন। আর নিজের জন্মদিনেই তুতো দাদা ও জ্য়েঠুর সঙ্গে মহাকুম্ভের উদ্দেশে যাত্রা করেছিলেন প্রযোজক-অভিনেত্রী। পরিকল্পনা ছিল, মহাকুম্ভে পুণ্যস্নান সেরে বারাণসী রওনা হবেন। এবার সেখানেই মহাশিবরাত্রি উদযাপনের পরিকল্পনা ছিল তাঁর। তবে নাহ, ভাগ্যের পরিহাসে, নীলাঞ্জনাকে সেই ইচ্ছে ভুলে তড়িঘড়ি কলকাতায় ফিরতে হল! কারণটা তাঁর বাবা অনিল শর্মার অসুস্থতা। জানা যাচ্ছে, এই মুহূর্তে ICU-তে ভর্তি তিনি।
আরও পড়ুন-শরীর থেকে যিশুর শেষ চিহ্নটুকুও মুছে ফেললেন, শিবরাত্রিতে বড় পদক্ষেপ নিলেন নীলাঞ্জনা
টলিপাড়া সূত্রে খবর, নীলাঞ্জনার বাবা অনিল শর্মা এই মুহূর্তে গুরুতর অসুস্থ। তবে দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিসে আক্রান্ত তিনি। এই মুহূর্তে তিনি বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। আর মহাকুম্ভে আধ্যাত্মিক সফরে থাকাকালীনই নীলাঞ্জনার কাছে এই খবর গিয়ে পৌঁছোয়। আর তাই তিনি মঙ্গলবারই কলকাতায় ফিরে আসেন। বাবার অসুস্থতার খবর পেয়েই মুম্বই থেকে ছুটে এসেছেন নীলাঞ্জনার বোন চন্দনা ভৌমিকও।