বাংলা নিউজ > বায়োস্কোপ > Anupam-Prashmita: জয়পুরে নতুন বউ প্রশ্মিতা, কার টানে মুম্বই ছুটলেন অনুপম? শীঘ্রই দেবেন সুখবর!
পরবর্তী খবর
নতুন বাংলা বছরটা একসঙ্গে উদযাপন করেননি নবদম্পতি। প্রিয়জনদের মাঝে জয়পুরে কেটেছে প্রশ্মিতার নববর্ষ, ছিলেন না অনুপম। সেই সময় কলকাতায় ‘আলাপ’-এর গানের প্রচারে ব্যস্ত ছিলেন সুরকার। সে-সব সামলে তড়িঘড়ি মুম্বই ছুটলেন অনুপম। আরও পড়ুন-নতুন বউ প্রশ্মিতাকে ফেলে ছুটেছিলেন ওপারে, ইদে বাংলাদেশকে অনুপম-উপহার 'আদরে থেকো'