কিছুদিন ধরেই অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি ভাবে তাঁর ছেলে অভিষেকের প্রশংসা করছেন। তিনি তাঁর সিনেমা এবং অভিনয়ের প্রশংসা করে চলেছেন। এবার বিগ বি তাঁর ব্লগে ছেলে অভিষেকের চলচ্চিত্র জগতে ২৫ বছর পূর্ণ হওয়ার উপলক্ষ্যে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেছেন। তিনি লিখেছেন যে, ২৫ বছর কোনও ছোট অর্জন নয় এবং কখনও হাল ছেড়ে দেওয়া উচিত নয়।
আরও পড়ুন: 'বাবা আমায় দোকানে গিয়ে কখনও স্যানিটারি ন্যাপকিন কিনতে দেননি…', মমতার মন্তব্যে বিস্ফোরক ইমন
বিগ বি কী লিখেছেন?
বিগ বি লিখেছেন, 'জীবনের মূল কথা হল কখনও হাল ছেড়ে দেওয়া উচিত নয়। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাও, হয় তুমি জিতবে, না হয় হারবে। কিন্তু অন্তত তোমার লড়াই করা উচিত। সবচেয়ে সাহসী হেরে যাওয়া ব্যক্তি জয়ীর চেয়েও বেশি সম্মান পায় কারণ সবচেয়ে সাহসী হেরে যাওয়া ব্যক্তিকে সব সময় মনে রাখা হবে, কারণ সে লড়াই করেছিল এবং প্রায় জিতে গিয়েছিল।'
আরও পড়ুন: ব্যাকলেস টপ পরে পুরুষ বন্ধুর হাত ধরে ঘুরছেন যিশু-কন্যা! তবে কি প্রেমে পড়লেন সারা?
বিগ বি আরও লিখেছেন, '২৫ বছর, এটা কোনও ছোট অর্জন নয়। অন্যদের সঙ্গে তুলনা করাও একটা দুর্বলতা বিষয়, সব কিছুর উত্তর দেয়। অভিষেক, তুমি সবসময় নিজের সঙ্গে নিজের তুলনা করেছ অনেক মানুষ এটা করতে পারে না।'
আরও পড়ুন: গলায় জবার মালা, কপালে তৃতীয় নয়ন যেন মা ভবতারিণী! চিনতে পারলেন টলিপাড়ার এই নায়িকাকে?
বিগ বি আরও লিখেছেন যে, ‘শেখা কখনই বন্ধ করা উচিত নয়। অনেকে আমাকে বলে যে যথেষ্ট হয়েছে, এবার বসে আরাম করুন। কিন্তু বসে থাকা মানে জীবনে হাল ছেড়ে দেওয়া এবং কারও কখনও হাল ছেড়ে দেওয়া উচিত নয়।’
আরও পড়ুন: 'প্রজাপতি ২'-এর শ্যুটিং সেরেই রঘু ডাকাত নিয়ে বড় আপডেট দিলেন দেব! 'ভয় ছিল…', লিখলেন নায়ক
প্রসঙ্গত, অভিষেক ২০০০ সালে ‘রিফিউজি’ ছবি দিয়ে তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন। এই ছবির মাধ্যমে করিনা কাপুরও বিনোদন জগতে পা রেখেছিলেন। ছবিটি পরিচালনা করেছিলেন জেপি দত্ত।
কাজের সূত্রে অভিষেকে শেষবার ‘কালিধর লাপাতা’ ছবিতে দেখা গিয়েছিল। এবার তাঁকে দেখা যাবে ‘কিং’ ছবিতে। তিনি ছাড়াও এই ছবিতে রয়েছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং সুহানা খান।