তাঁদের বয়সের ফারাক প্রায় ১১ বছরের। দীপিকা-ক্যাটরিনার সঙ্গে চুটিয়ে প্রেম করলেও ছাদনা তলা অবধি পৌঁছাননি রণবীর। তবে পাঁচ বছর প্রেম করার পর আলিয়াতেই থিতু হন নায়ক। রণবীরের জীবনে প্রেম এসেছে বারবার। একাধিক নারী সঙ্গের জেরে একটা সময় ‘বলিউডের ক্যাসেনোভা’ নামেও পরিচিত ছিলেন ঋষি-পুত্র।
যদিও আদরের সন্তান রণবীর কাপুরের একাধিক প্রেমের খবরকে ভুয়ো বলে দাবি করেছিলেন তাঁর মা নীতু। মায়ের চোখে তাঁর ছেলের জীবনে একবারই প্রেম এসেছে। তিনি দীপিকা পাড়ুকোন। অর্থাৎ ক্যাটরিনার সঙ্গে রণবীরের সম্পর্ককে এক কথায় খারিজ করে দিয়েছিলেন নীতু। একটি পুরনো ক্লিপ ভাইরাল হয়েছে, যা দেখে মনে হচ্ছে ছেলের সম্মান রক্ষার ব্য়র্থ চেষ্টা চালাচ্ছেন নীতু। উল্লেখ্য, দীপিকা পাড়ুকোনের সঙ্গে ব্রেকআপের পরও ইন্ডাস্ট্রির অনেক মেয়ের সঙ্গে রণবীরের নাম জড়িয়েছে।
নীতু কাপুর বলেন, 'আমার মনে হয় না রণবীরের খুব বেশি বান্ধবী ছিল, তাঁর একটাই বান্ধবী ছিল, সে ছিল দীপিকা। আমি মনে করি তাঁদের সম্পর্কের মধ্যে কিছু অভাব ছিল। কিছু অনুপস্থিত ছিল, হয়ত ওর এটা সঠিক বলে মনে হয়নি এবং (রণবীর) সম্পর্কটি ছিন্ন করতে চেয়েছিলেন। প্রত্যেকেরই একটি সম্পর্ক থাকে, অতীত থাকে এবং তারা এগিয়ে যায়। যদি সম্পর্ক নিখুঁত হত তবে সেটা ভেঙে যেত না। '
নেটপাড়া এই ভিডিয়ো দেখে বলছে, রাজা বিটা সিনড্রোমে আক্রান্ত নীতু। একজন লিখেছেন, ‘কিছু কি হারিয়ে গেছে? হ্য়াঁ ম্যাডাম, আপনার ছেলের মানসিক বুদ্ধিমত্তা’। আরেকজন লেখেন,ক্যাটরিনা এবং দীপিকা দুজনেই নিজের পক্ষে অবস্থান নিতে ভালই। সেই কারণেই নীতু তাকে প্রত্যাখ্যান করেছিলেন। একটি মন্তব্য রয়েছে, ‘আমি মনে করি দীপিকা ব্রেকআপের কারণে হতাশ ছিলেন না, এইভেবে হতাশ ছিলেন, তিনি এমন একটি ছেলের সাথে ডেট করেছিলেন যিনি মায়ের আঁচলের সাথে গাঁটছড়া বেঁধেছিলেন, আর আজও রয়েছেন’। একজন লিখেছেন, 'রাজা বেটা সিন্ড্রোম'।
ক্যাটরিনার সঙ্গে বহুচর্চিত ব্রেকআপের পর ২০১৭ সালে রণবীরের জীবনে এন্ট্রি হয় আলিয়ার। পাঁচ বছর ডেট করার পর ২০২২ সালের এপ্রিল মাসে আচমকাই বিয়েটা সেরে নেন দুজনে। তার আগে থেকেই সহবাস করতেন রালিয়া। বিয়ের দেড় মাসের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন অভিনেত্রী। তখন থেকেই কানাঘুষো বিয়ের আগে থেকেই প্রেগন্যান্ট ছিলেন আলিয়া। নভেম্বরে রাহার জন্মের পর সেই চর্চায় সিলমোহর পড়ে যায়। চার মাসের অন্তসত্ত্বা অবস্থায় বিয়ে সেরেছিলেন আলিয়া।