Navratri event: ত্রিশুরে নবরাত্রি সেলিব্রেশনের একটি ইভেন্টে যোগ দিয়েছেন ক্যাটরিনা কাইফ, অজয় দেবগন, কৃতি স্যানন, জাহ্নবী কাপুর এবং শিল্পা শেট্টির মতো চলচ্চিত্র জগতের একাধিক তারকা।
ত্রিশুরে নবরাত্রির অনুষ্ঠানে চৈতন্য আক্কিনেনির পাশাপাশি যোগ দেন ক্যাটরিনা কাইফ এবং নাগার্জুন।
একটি জুয়েলারি ব্র্যান্ড দ্বারা আয়োজিত নবরাত্রি উদযাপনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন সিনেমা জগতের একাধিক তারকা। অনুষ্ঠানে যোগ দিতে ত্রিশুরে উড়ে গিয়েছেন তারকারা। ক্যাটরিনা কাইফ, নাগার্জুন এবং তাঁর ছেলে চৈতন্য আক্কিনেনি, অজয় দেবগন, জাহ্নবী কাপুর, কৃতি স্যানন, রশ্মিকা মন্দনা, শিল্পা শেট্টি, ওয়ামিকা গাব্বি এবং আরও অনেক তারকা যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে।
নবরাত্রির অনুষ্ঠানে ক্যাটরিনার উপস্থিতি
লাল শাড়ি এবং ফুল হাতা ব্লাউজ পরে এ দিন নবরাত্রির অনুষ্ঠানে যোগ দেন ক্যাটরিনা। কপালে ছোট্ট টিপ পরে চুল খোলা রেখেছিলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য তারকাদের সঙ্গে গল্প-আড্ডায় মেতে উঠেছিলেন অভিনেত্রী। উদযাপনের সময় তেলের বাতি জ্বালিয়ে শুভারম্ভ অনুষ্ঠানে সামিল হয়েছিলেন। আরও পড়ুন: ৯৫-এ আউট, সেঞ্চুরি মিস বিরাটের! ‘তোমায় নিয়ে গর্বিত’, প্রশংসায় পঞ্চমুখ অনুষ্কা
একজন পাপারাজ্জো ইভেন্ট থেকে ক্যাটরিনার একটি ভিডিয়ো শেয়ার করেছেন। ভিডিয়োতে অভিনেত্রীকে দেখে প্রশংসার বন্যা ভক্তদের। একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘কিছু অভিনেত্রীর ক্যাটরিনার কাছ থেকে কিছু শেখা উচিত’। অন্য একজন লিখেছেন, ‘প্রকৃত সুন্দরী’। আরও একজন তাঁকে ‘সৌন্দর্যের রানি বলেছেন’। একজন অনুরাগী বলেছেন, ‘লালা-ই ওঁর রঙ’।