1 মিনিটে পড়ুন Updated: 22 Sep 2023, 11:22 AM ISTSubhasmita Kanji
Nandy Sisters-Ganpati Utsav: গণপতি উৎসবের আমেজে সামিল নন্দী সিস্টার্সরাও। তবে যেখানে সেখানে নয়, আম্বানিদের গণেশ পুজোয় গান গাওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন তাঁরা। সেখানে গান গেয়ে কী লিখলেন?
আরব সাগরের পাড়ে বাণিজ্য নগরী এবং বাপ্পার আরাধনায় মগ্ন। চারদিকে ধুমধাম করে চলছে গণেশ পুজো। বাদ নেই মুকেশ আম্বানির অ্যান্টিলাও। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে গণেশ উৎসব বা গণপতি উৎসব। চলবে ২৮ তারিখ পর্যন্ত। প্রথমদিনই আম্বানিদের বাড়িতে বলিউডের একাধিক তাবড় তাবড় অভিনেতাদের দেখা গিয়েছে। এসেছিলেন খোদ শাহরুখ খান। বিদ্যা বালান, সচিন তেন্ডুলকর, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আডবানি, ঐশ্বর্য রাই বচ্চন, সুনীল শেট্টি, রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা, প্রমুখ উপস্থিত ছিলেন। সঙ্গে ছিলেন আরও এক জুটি। কারা? নন্দী সিস্টার্স।
সোশ্যাল মিডিয়া থেকেই উত্থান নন্দী সিস্টার্সের। সোশ্যাল মিডিয়াতেই গান গেয়ে গেয়ে টুকরো ভিডিয়ো, বা নিজেদের মতো কভার ভিডিয়ো পোস্ট করতেন তাঁরা। সেখান থেকে জনপ্রিয়তা। সিনেমায় গান গাওয়ার সুযোগ। এবার আরও এক মস্ত সুযোগ এই বাঙালি দুই বোনের কাছে। মুকেশ আম্বানির গণেশ পুজোয় গান গাওয়ার সুযোগ পেলেন তাঁরা। অ্যান্টিলার গণেশ উৎসবে তাঁদের ভক্তিগীতি গাইতে দেখা যায়।
তাঁদের টুইনিং করে গান গাইতে দেখা যায় আম্বানিদের পুজোয়। এদিনের অভিজ্ঞতা ভাগ করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন তাঁরা। সেখানে অন্তরা নন্দী লেখেন, 'আজ আমরা আমাদের সেরা গণপতি উৎসব কাটালাম। আমরা আম্বানিদের অ্যান্টিলায় গান গাওয়ার সুযোগ পেয়েছিলাম আজ। আমাদের অনুষ্ঠানের একটা ছোট্ট ঝলক রইল আপনাদের জন্য। আমরা পার্থিব গোহিল স্যারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ আমাদের এই সুযোগ দেওয়ার জন্য এবং আমাদের উপর বিশ্বাস ও ভরসা করার জন্য। গণপতি বাপ্পা মোরিয়া।'
অনেকেই তাঁদের এই ভিডিয়োতে শুভেচ্ছা জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'তোমাদের নিয়ে আমরা গর্বিত।' আরেকজন লেখেন, 'এভাবেই এগিয়ে চলো তোমরা। ভীষণ গর্বিত তোমাদের জন্য। আমেরিকায় দেখতে চাই তোমাদের।' কেউ কেউ তাঁদের এদিনের পুরো অনুষ্ঠানের ভিডিয়ো চেয়েছেন।