বয়স মাত্র ২২। এই মুহূর্তে সুখের সপ্তম স্বর্গে বাস করছেন টেলিপর্দার দাপুটে খলনায়িকা 'মিশকা' ওরফে অহনা দত্ত। হ্য়াঁ, ভীষণই অল্প বয়সেই মা হতে চলেছেন অহনা। আসন্ন মাতৃত্ব নিয়ে আপাতত অহনার দুচোখ ভরে চলছে স্বপ্নের জাল বোনা। আর সেই স্বপ্ন মেকআপ শিল্পী স্বামী দীপঙ্কর রায়ের সঙ্গে ভাগ করে নিচ্ছেন।
কিন্তু কবে আসছে অহনা-দীপঙ্করের প্রথম সন্তান? এখন কত মাসের গর্ভবতী টেলিপর্দার ‘মিশকা’?
৩ মে, শনিবার অহনার ফেসবুকের পাতায় উঠে আসা অন্তঃসত্ত্বাকালীন ফটোশ্যুটের ছবিই সব বলে দিচ্ছে। সেই পোস্টে অভিনত্রী নিজেই লিখেছেন, যে তিনি এই মুহূর্তে ৬ মাসের অন্তঃসত্ত্বা। যার ক্যাপশানে লিখেছেন, ‘I see forever in your eyes little one’, অর্থাৎ তোমার চোখের মধ্যে দিয়েই আমি চিরকাল দেখতে পাই ছোট্ট শিশু।
ছবিতে কালো বডি হাগিং স্লিভলেস টি-শার্টে দেখা যাচ্ছে অহনাকে। এক্কেবারেই ছিমছাম ক্যজুয়াল লুকে ধরে পড়েছেন তিনি। ছবিতে অহনাকে কখনও হাসিখুশি দেখাচ্ছে, কখনও আবার তাঁর চোখে ফুটে উঠেছে গভীর প্রতীক্ষা।
অহনার পোস্টে তাঁর এক অনুরাগী লিখেছেন, ‘খুব তাড়াতাড়ি ফিরে এসো, সুস্থভাবে সন্তানের জন্ম দিয়ে। তোমাকে অনুরাগের ছোঁয়াতে দেখতে চাই।’ কেউ লিখেছেন, ‘So cute (লাভ ইমোজি),,,,,,,,মাতৃত্ব আসলেই সুন্দর,,, আর ভিলেন নায়িকা হিসেবে মিসকা ওরফে অহনা কিউট।’ কেউ আবার কিছু না জেনে প্রশ্ন করেছেন, 'ওর বিয়ে হলো কবে'? তবে বহু নেটিজেন অভিনেত্রীকে ভালোবাসায় ভরিয়েছেন।
তবে এই অন্তঃসত্ত্বাকালীন সময়ে টুকটাক কাজ করে চলেছেন অভিনেত্রী। বেশকিছু ফটোশ্যুটেও দেখা গিয়েছে তাঁকে। এদিকে জানা যাচ্ছে আগামী অগস্টেই চিকিৎসকরা অহনাকে ডেলিভারির জন্য ডেট দিয়েছেন।
প্রসঙ্গত, এই ২২ বছরের অহনা যখন দীপঙ্করের প্রেমে যখন পড়েন তখন তিনি সবে ১৮ পেরিয়ে পা রেখেছেন ১৯-এ। অনুরাগের ছোঁয়ার সেটে রূপটান শিল্পীকে মন দিয়ে বসেন। তবে বয়সে অনেকটা বড়, ডিভোর্সি দীপঙ্করের সঙ্গে সম্পর্কই মেনে নিতে পারেন না মা চাঁদনী। ফলত ধীরে ধীরে দূরত্ব তৈরি হতে শুরু করে। আর বর্তমানে মায়ের সঙ্গে মেয়ের মুখ দেখাদেখিও বন্ধ।
গত ১ জানুয়ারি বিয়ের খবর দিয়েছিলেন অভিনেত্রী। যদিও বহু আগেই শুভকাজটা সেরে ফেলেছিলেন। ২০২৩ সালের ডিসেম্বর মাসে রেজিস্ট্রি কাগজে সইসাবুদ করেই বিয়েটা হয়েছিল অহনা আর দীপঙ্করের। তবে মায়ের সঙ্গে দূরত্ব, পারিবারিক জটিলতার কারণেই সেই সময় সামনে আনেননি সুখবরটা। আর গত মার্চে সন্তান আসার সুখবর শোনান অহনা-দীপঙ্কর।