সেক্টর ফাইভের ব্যস্ত বিকেল, RDB-সিনেমাহলের সামনে তখন কৌতুহলীদের ভিড় উপচে পড়ছিল। ভিড় ঠেলে উঁকি ঝুঁকি দিতেই চমকে উঠলেন অনেকে। ‘ইনি শিবপ্রসাদ নাকি? এত্ত ভালো নাচ, উনি এটাও পারেন!'
হ্য়াঁ, পারেন বৈকি। শুক্রবার সেক্টর ফাইভের নাচি যিনি জমিয়ে দিয়েছেন তিনিই শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এদিন সেখানে ছিল 'আমার বস'-এর ‘হোক স্টার্ট-আপ’ গানের লঞ্চ। সেখানেই ছবির অন্যান্য তারকাদের নিয়ে হাজির ছিলেন ‘আমার বস’-এর অনিমেষ গোস্বামী। এদিন ব্রেক ডান্স-এ উপস্থিত সকলকে চমকে দিয়েছিলেন টলিপাড়ার এই পরিচালক, প্রযোজক তথা অভিনেতা। তাঁর নাত নিয়ে এখন ইন্ডাস্ট্রির অন্দরেও চর্চা চলছে।
পরিচালক-অভিনেতা স্বামীর এমন নাচ দেখে চমকে গিয়েছেন খোদ জিনিয়া সেনও। ফেসবুকের পাতায় শিবপ্রসাদের সেই নাচের ঝলক শেয়ার করে তিনি লিখেছেন ‘ভোর সাড়ে তিনটার সময় ব্যাঙ্গালোর থেকে ফিরে যখন অল্প কয়েক ঘণ্টা ঘুমিয়ে উঠলো, আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, টিম তো বলছে তোমারও এন্ট্রি আছে আজ হোক স্টার্ট-আপ গানের ফ্ল্যাশ মবে। বলল, না না আমার কিছু নেই, যা হোক ঠিক করে নেবো। এই পারফরমেন্স দেখে মনে মনে ভাবছি কোন বহুরূপীর সাথে থাকছি! না না বহুরূপী না, সবার বস, অনেক ক্ষেত্রে আমারও। আমার বস টিমের সব কলাকুশলী ও গানের স্রষ্টা অনুপম রায়-কে আমার বিশেষ অভিনন্দন।’
আরও পড়ুন-'সলমন ছবি ফ্লপ হচ্ছে কারণ, ও যে বন্ধুদের কাজ নেই ও তাঁদের নিয়ে কাজ করছে', বলছেন শেহজাদ খান
এদিকে শিবপ্রসাদের এই নাচের ভিডিয়ো নেটপাড়ায় উঠে আসতেই চক্ষুচড়ক গাছ নেটপাড়ার। অনেকেই বলছেন, ‘এতো রকস্টার শিবু’। কেউ আবার লিখেছেন, ‘খানিকটা যেন হৃত্বিকের স্টাইলে নাচলেন!’ কারোর মন্তব্য, ‘আমাদের রকস্টার’, কেউ লিখেছেন, ‘শিবুদার আর কোন সুপ্ত প্রতিভা দেখার বাকি আছে?’
তবে শুধু শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন, তাঁর নাচের এদিন সঙ্গী ছিলেন সৌরসেনী মৈত্র, শ্রুতি দাস-সহ অন্যান্যরা। তবে শিবপ্রসাদ যে সকলেই ছাপিয়ে গিয়েছেন, তা বলাই বাহুল্য। আগামী ৯ মে সিনেমাহলে মুক্তি পাচ্ছে আমার বস। তার আগেই টলিপাড়ায় বেশ শোরগোল ফেলে দিয়েছেন শিবপ্রসাদ। থুড়ি শুধু শিবপ্রসাদ নন, 'রকস্টার শিবপ্রসাদ'।
'আমার বস' ছবিতে শিবপ্রসাদ মুখাপাধ্যায় ছাড়াও রয়েছেন রাখি গুলজার, কাঞ্চন মল্লিক, সৌরসেনী মৈত্র, শ্রুতি দাস, আভেরি সিংহ রায়, ঐশ্বর্য সেন, উমা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা।