বাংলা নিউজ > বায়োস্কোপ > Shami-Haseen Daughter: ৬ বছর পর মেয়ের সঙ্গে দেখা হল শামির! ‘যদি শুধরে যায়…’, ভাঙা বিয়ে জুড়ছে হাসিনের?
পরবর্তী খবর
চারিদিকে বিয়ে ভাঙার হিড়িক। তবে দীর্ঘ ৬ বছর ধরে ঝুলে রয়েছে ক্রিকেট তারকা মহম্মদ শামির ডিভোর্স মামলা। হাসিন জাহান স্বামীর বিরুদ্ধে নির্যাতন, পরকীয়া-সহ একাধিক অভিযোগ এনেছেন। আলিপুর কোর্টে সেই মামলা ঝুলে। এর মাঝেই ৬ বছর পর মেয়ের সঙ্গে সাক্ষাৎ-এর সুযোগ পেলেন শামি। সেই কথা নিজেই ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন হাসিন। পাশাপাশি শামিকে বিঁধতে ছাড়েননি বিচ্ছিন্না স্ত্রী। আরও পড়ুন-৩৫০ একর জমি ১ টাকায় পেয়ে বিতর্কে সৌরভ, ইস্টবেঙ্গল দিল ভারত গৌরব সম্মান! সাক্ষী ডোনা-স্নেহাশিস