২৮ ফেব্রুয়ারি, শুক্রবার সকাল, সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে চোখ গেল অদিতি মুন্সির ইনস্টাগ্রামের পাতায়। সক্কাল সক্কাল এটা কী বলছেন বিধায়ক-গায়িকা? অদিতি বলছেন, ‘হাসিয়া লজ্জা দিবেন না প্লিজ..।’ কিন্তু কেন? হঠাৎ এমন কীই বা করলেন গায়িকা?
তাঁর পোস্টে দেখা গেলো গায়িকা চালের গুড়ি জাতীয় কিছু একটা বাটিতে গুলে ফেটাচ্ছেন। আর মজা করে বলছেন, ‘আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ…। প্রথমবার পিঠে বানানোর বিশাল সাফল্যের পর আবারও আমরা ফিরে এসেছি অন্য এক পিঠে বানানোর রেসিপি নিয়ে।' এরপরই নারকেলের সঙ্গে গুড় মেশাতে দেখা গেল অদিতিকে। সেগুলো মেশাতে মেশাতে বললেন, ‘এসব দেখিয়া ভুল ভাবিবেন না। আমি কোনও ফুড ভ্লগার নই। (ফুড কথাটা একটু আটকে গেলে) উচ্চারণও করতে পারিনা ঠিক করে, সেলিব্রিটি হওয়া তো অনেক পরের কথা।’
আরও পড়ুন-দেবলীনার পাতে জোর করে মটন তুলতে গেলেন, বাধা পেয়ে কী বললেন অনিন্দ্য? গৌরব এদিকে…
এরপর গায়িকাকে দেখা গেল, নারকেলের পুর রেডি করতে। তারপর তাওয়ায় তেল ঢেলে আগে থেকে রেডি করে রাখা চালের গুড়ি দিয়ে পিঠে বানাতে থাকেন।
পিঠে বানানোর সবকিছু রেডি করতে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা কারোর উদ্দেশ্যে বলেন, ‘বড্ড বিরক্ত করছেন আজকে।…’ তারপর কী বললেন, ভিডিয়ো এডিটের কায়দায় তাঁর কথাগুলি যাতে না বোঝা যায়, মজা করে সেই ব্যবস্থাই করা হয়েছে…!
আর এরপর রান্না করতে করতে ফের বললেন, ‘না, না ভাই ভুল করবেন না। আমি কোনও ফুড ভ্লগার নই। নিতান্তই সাপাট-নিপাট ঘরোয়া একজন মানুষ।’ তবে দিব্য়ি দারুণ সুন্দর নারকেলের পুর দিয়ে পাটি সাপটা বানিয়েও ফেললেন অদিতি। সাজিয়ে রাখলেন সুন্দর একটা কাচের প্লেটে।
এই ভিডিয়োর জন্য সেলিব্রিটি বিধায়ক-গায়িকা মজা করে লিখেছেন ‘হাসিয়া লজ্জা দিবেননা please’। ভিডিয়োর নিচে একজন লেখেন, ‘চক্কি পিসিং এন্ড পিসিং এন্ড পিসিং’। কেউ মজা করে লিখেছেন, ‘খিদে খিদে পাচ্ছে।’ কেউ আবার প্রশংসা করে অদিতিকে বলেছেন, ‘খুব ভালো হয়েছে।’ এক অনুরাগীর আবদার, ‘আমাকে খাওয়াও দিদি’। কেউ প্রশ্ন করেছেন, ‘এটা কি খাওয়া গেছে?’
মানবী পাত্র বলে একজন লিখেছেন, ‘আমার একটাই দুঃখ, আমি পেলাম না!’ পরিচিত হওয়ায় মানবীকে অদিতি তাঁর কমেন্টের উত্তরও দেন। লেখেন, ‘দুঃখ পেও না চলে এসো।’ কেউ আবার গায়িকাকে ইউ টিউবে ফুড ভ্লগিং-এর চ্যানেল খোলার পরামর্শ দিয়েছেন। এমনই অনেক কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।