আর জি করের ঘটনায় শুরু থেকে প্রতিবাদ জানিয়ে এসেছেন কৌতুকশিল্পী, অভিনেতা মীর আফসর আলি। এমনকি জুনিয়র ডাক্তারদের অনশনকেও সমর্থন করে এসেছেন তিনি। ৪ দিন আগেই ডাক্তারদের অনশন মঞ্চের ছবি দিয়ে মীর লিখেছিলেন ‘সবাইকে শারদ শুভেচ্ছা, দোষীদের গারদ শুভেচ্ছা।’ আর মীরের শেয়ার করা সেই ছবিতে আবার লেখা ছিল ‘ডাক্তারদের অনশন, লজ্জা করো প্রশাসন’।
এদিকে আরজি কর আবহের মধ্যে ১৫ অক্টোবর, মঙ্গলবার ছিল পুজো কার্নিভাল। যে কার্নিভালের প্রতিবাদ করে এসেছেন অনেক তারকাই। এমনকি এবার কার্নিভালে দেখা মেলেনি টলিপাড়ার বেশিরভাগ তারকা ও শিল্পীদের। তবে উপস্থিত না থাকলেও সোশ্যাল মিডিয়া পেজে কিংবা টেলিভিশনে অনুষ্ঠানের লাইভ দেখেছেন অনেকেই। আর সোশ্যাল মিডিয়ায় সেই অনুষ্ঠান দেখতে গিয়ে নেটিজেনদের হাতে ধরা পড়ে গিয়েছেন মীর আফসর আলি, ঐন্দ্রিলা সেনরা। আর তাতে মীরকে ট্রোল করতে ছাড়েননি নেটিজেনরা।
মীরের পুজো কার্নিভালের লাইভ দেখার স্ক্রিনশট শেয়ার করে এক নেটনাগরিক লেখেন, ‘মীরদা বাড়ি বসে কার্নিভাল দেখছে! মনে হয় পাস পান নি!’
আরও পড়ুন-মমতার কার্নিভালে দেখা মিলল না রাজ-শুভশ্রী, দেব-রুক্মিণীদের, নাচে একাই একশো ঋতুপর্ণা!
আরও পড়ুন-একা নয় দোকা! পুজো কার্নিভালে হুইলচেয়ারে কাকে ঠেলে নিয়ে হাঁটলেন? পরিচয় দিলেন কুণাল ঘোষ