পহেলগাঁও হামলার পর ফের দুই দেশের মধ্যে উত্তাপ বেড়েছে। একদিকে যেমন ভারতের নাগরিকরা এই ঘৃণ্য হামলার বিরুদ্ধে সরব হয়েছেন, প্রতিবাদ করছেন, তখন আরেকদিকে চর্চা, বিতর্ক চলছে যে দেশে পাকিস্তানি শিল্পীদের কাজ করতে দেওয়া উচিত কিনা। এমন অবস্থায় ভারতে বসে বেশ কিছু পাকিস্তানি শিল্পীর ইনস্টাগ্রাম প্রোফাইল আর দেখা যাচ্ছে না। আবার কিছুজনের দেখা যাচ্ছে। কেন এমনটা হচ্ছে? কাদের প্রোফাইল এখনও খোলা আছে।
কী ঘটেছে?
পাকিস্তানি অভিনেত্রী, অভিনেতা যেমন মাহিরা খান, হানিয়া আমির, সনম সৈয়দ, আলি জাফর সহ একাধিক জনের প্রোফাইল একটি আইনি অনুরোধের পর রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে ভারতে। অর্থাৎ এই দেশে বসে ওই প্রোফাইলগুলো আর দেখা যাবে না। যখনই তাঁদের প্রোফাইল কেউ খুঁজতে যাচ্ছেন দেখা যাচ্ছে, 'অ্যাকাউন্ট উপলব্ধ নয় ভারতে। আমাদের কাছে আইনি অনুরোধের আসায় এটিকে রেস্ট্রিক্ট করতে বাধ্য হয়েছি।'
আরও পড়ুন: 'এরপর দেখা হয়নি, আর...' চিরঘুমে টলিউডের 'পুরোহিত'-'দাদু', 'মিঠুদা'র মৃত্যুতে শোকাহত রাহুল-শ্রুতিরা
আরও পড়ুন: 'কিছু সম্পর্ক ভাষায় ব্যাখ্যা করা যায় না', বিয়ের ৩ দিন পার, অভিষেককে নিয়ে কী লিখলেন শার্লি?
যে পাকিস্তানি অভিনেতা, অভিনেত্রীদের প্রোফাইল ভারত থেকে দেখা যাচ্ছে না তার তালিকা:
মাহিরা খান
হানিয়া আমির
সনম সৈয়দ
আলি জাফর
বিলাল আব্বাস
ইরাক আজিজ
আয়েজা খান
ইমরান আব্বাস
এঁদের প্রোফাইল দেখা না গেলেও আবার বেশ কিছু পাকিস্তানি শিল্পীদের প্রোফাইল কিন্তু এখনও দেশে বসে দেখা যাচ্ছে। এঁদের মধ্যে আছেন সদ্যই ছবি নিয়ে বিতর্কে জড়ানো ফাওয়াদ খানও। আছেন আতিফ আসলাম সহ একাধিক শিল্পী।
কোন কোন পাকিস্তানি শিল্পীদের প্রোফাইল এখনও ভারত থেকে দেখা যাচ্ছে?
ফাওয়াদ খান
আতিফ আসলাম
ফারহান সৈয়দ
আলি শেঠি
শফকত আমানত আলি
মাওরা হোকেন
সাবা কামার
আদনান সিদ্দিকি
হামজা আলি আব্বাসী
বীণা মালিক
সরওয়াত গিলানি
মেহের বানো
নিমরা বুচা
যশরা রিজভি
আরও পড়ুন: ১৮.২৫ কোটি দিয়ে খাতা খুলল রেইড ২, বক্স অফিসে ধুঁকছে গ্রাউন্ড জিরো-জাট! কী হাল কেশরী চ্যাপ্টার ২-র?
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, ভারত থেকে এখনও ফাওয়াদ খানের প্রোফাইল দেখা গেলেও পহেলগাঁও হামলার পর ভারতে মুক্তি পায়নি, নিষেধাজ্ঞা জারি হয়েছে তাঁর ছবি আবির গুলালের উপর। আগামীতে সেই ছবি আর মুক্তি পাবে কিনা সেটা যদিও সময়ই বলবে। তবে পহেলগাঁও হামলায় ২৬ জন সাধারণ নাগরিকের প্রাণ চলে যাওয়ার মতো ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ।