২০১২ সালে 'স্টুডেন্ট অব দ্য ইয়ার' ছবি দিয়ে অভিনয় দুনিয়ায় পা রাখার পর ক্রমাগত নিজেই নিজেকে প্রমাণ করে চলেছেন আলিয়া ভাট। ১৩ বছরের ফিল্মি কেরিয়ারে 'উড়তা পঞ্জাব', 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি', 'রাজি'র মতো ছবি দিয়ে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে এরপরও যদি ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণের প্রসঙ্গ উঠে আসে, তাহলে অবশ্যই আলিয়া নামটি সবার আগে অন্তর্ভুক্ত। তবে এবার আলিয়ার বাবা মহেশ ভাট এবিষয়ে কথা বলেছেন এবং মেয়েকে স্ব-নির্মিত অভিনেত্রী হিসেবে বর্ণনা করেন।
দ্য হিমাংশু মেহতার শোতে হাজির মহেশ ভাট তাঁর মেয়ে সম্পর্কে বলেন, ‘আমি আলিয়াকে লঞ্চ করিনি। এটি চালু করেছিলেন করণ জোহর। অভিনয়ের প্রতি তাঁর এত আগ্রহ আছে জানতাম না। ও নিজেই অডিশন দিয়েছিল এবং ওঁরা যখন ওকে পছন্দ করেছিল তখন আমিও হতবাক হয়ে গিয়েছিলাম। আমি ওর মধ্যে অভিনয়ের গুণ কখনও দেখিনি। তবে আজ আমি খুব খুশি যে ও একাই এতকিছু অর্জন করতে সক্ষম হয়েছে।’
মহেশ ভাট আরও জানান যে এখন লোকজন তাঁকে আলিয়ার বাবা হিসাবে দেখা করে এবং ছবি তোলে। মহেশ ভাট আরও বলেন, আলিয়া ঝুঁকি নিতে ভয় পান না। মা হওয়ার পর তাঁর মধ্যে অন্যরকম একটা ম্যাচিউরিটি এসেছে।'
আলিয়ার পরিচালকের বাবা জানিয়েছেন, আলিয়ার কাজের এই ক্ষুধা দেখে অবাক হয়েছেন খোদ রণবীর কাপুরও। মহেশ ভাট বলেন, 'রণবীর একবার বলেছিলেন, ‘আলিয়া ভিন্ন মাটির তৈরি। তিনি নতুন কিছু করার জন্য সবসময় ক্ষুধার্ত। আমি যতটুকু পারি ততটুকুই করি, তবে ও খুবই ভালো কাজ করে।’