দুর্গাপুজোর প্রাক্কালে পরপর চারটি বিগ বাজেটের ছবি মুক্তি পাচ্ছে বড় পর্দায়, খুব স্বাভাবিকভাবেই পুজোয় দর্শকদের হলমুখী করার জন্যই এই উদ্যোগ নির্মাতাদের। দেব, আবির, অঙ্কুশদের ছবি নিয়ে যখন পাগল সিনেমা প্রেমিকরা, ঠিক তখনই একটি বড় ঘোষণা করলেন কোয়েল মল্লিক।
টলি কুইন কোয়েল মল্লিককে বহুদিন ধরেই বড়পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ভক্তরা। কেউ চান দেবের বিপরীতে তিনি অভিনয় করুন, কেউ আবার চায় জিৎ কোয়েলের জুটিকে আবার বড় পর্দায় দেখতে। কিন্তু সেই সমস্ত আশা নস্যাৎ করে এবার একেবারে অন্যরকম একটি ছবিতে অভিনয় করতে চলেছেন কোয়েল।
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
খুব সম্প্রতি ছবির প্রথম ঝলক মুক্তি পেয়েছিল। এবার ছবির মোশন পোস্টার মুক্তি পেল। ‘স্বার্থপর’ ছবির মোশন পোস্টারে দেখতে পাওয়া গিয়েছে, একটি ভাইফোঁটার দৃশ্য। ছবিতে যে কৌশিক সেনের বোনের চরিত্রে অভিনয় করবেন কোয়েল, সেটা বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে মোশন পোস্টার দেখে।
ছবির মোশন পোস্টার প্রকাশ্যে এনে কোয়েল ক্যাপশনে লেখেন, ‘রক্ত মানেই কি আপন?’ যেটুকু বোঝা যাচ্ছে তা হল, ভাই বোনের মধ্যে চলতে থাকা দ্বন্দ্ব এবং বিবাদের গল্প নিয়েই হয়তো তৈরি হবে এই ছবিটি। কোনও বিনোদনমূলক ছবি নয় বরং একটি শিক্ষামূলক ছবি হতে চলেছে এই সিনেমাটি।
এই ছবির আরও একটি বড় চমক হল বহু বছর পর আবার বড় পর্দায় অভিনয় করবেন রঞ্জিত মল্লিক। আবারও পর্দায় একসঙ্গে দেখতে পাওয়া যাবে বাবা মেয়ের জুটিকে। কানাঘুষো থেকে শুনতে পাওয়া গিয়েছে, এই সিনেমায় একজন মনোবিদের ভূমিকায় অভিনয় করবেন রঞ্জিত মল্লিক।
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
প্রসঙ্গত, কোয়েলের প্রথম ছবি ‘নাটের গুরু ’সিনেমাতেও একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিককে। মোশন পোস্টার মুক্তি পাওয়ার পরেই নাকি খুব শীঘ্র মুক্তি পাবে টিজার এবং ট্রেলার। খুব সম্ভবত চলতি বছরের শেষের দিকেই মুক্তি পেতে পারে এই ছবিটি।
সুরেন্দ্র সিং এবং নিসপাল সিং নিবেদিত এবং হরিন্দর ফিল্মস প্রাইভেট লিমিটেড প্রযোজিত ছবির পরিচালনা করেছেন অন্নপূর্ণা বসু। জিৎ গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিতে গান গাইতে শোনা যাবে ইমন চক্রবর্তীকে।