সারা আলি খানের সর্বশেষ ভিডিয়োটি নিয়ে ফের গসিপ শুরু হয়েছে তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, গুরুদ্বার থেকে বেরিয়ে আসছেন সারা। তাঁর সঙ্গে রয়েছেন মডেল অর্জুন প্রতাপ সিং বাজওয়া। এই ভিডিয়োটি অনেক পিএপিএস অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে, পাশাপাশি দাবি করা হচ্ছে যে অর্জুন সারা আলি খানের নতুন প্রেমিক।
গুরুদ্বারে সারা আলি খান
এই ভিডিয়োটি দিল্লির একটি গুরুদ্বারে তোলা হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে দেখা গিয়েছে রাস্তা অন্ধকার। সারা পরেছেন সাদা রঙের প্লাজো স্যুট। মাথায় ওড়না পরে আছেন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন অর্জুন প্রতাপ বাজওয়া। সারা এসে গাড়িতে বসেন এবং অর্জুনও তাঁর পিছন পিছন আসেন। অর্জুনের পরনে কালো ব্যাগি প্যান্ট ও কালো-সাদা টি-শার্ট ছিল। মাথায় রুমালও বাঁধা ছিল তাঁর। দু'জনকে একসঙ্গে দেখে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা ধরনের আলোচনা।
সারা ও অর্জুনের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে নেটনাগরিকরা মনে করছেন দু'জনে প্রেম করছেন। এর আগে কেদারনাথ থেকে সারা ও অর্জুনের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। তারপরও খবরের শিরোনামে এসেছিলেন অর্জুন প্রতাপ বাজওয়া। অর্জুন প্রতাপ বাজওয়া একজন মডেল। তিনি রাজনীতিবিদ ফতেহ জং সিং বাজওয়ার পুত্র, যিনি পাঞ্জাবের ভারতীয় জনতা পার্টির সহ-সভাপতি।