
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
জমিয়ে চলছে কৌন বনেগা ক্রোড়পতি ১৩ নম্বর সিজন। সম্প্রতি, শো-এর হট সিটে হাজির হয়েছিলেন ধাওয়াল নামের এক প্রতিযোগী, যাঁর জন্য কেবিসির সঞ্চালনা ছেড়ে 'ম্যারেজ কাউন্সিলর'-এর ভূমিকা নিতে হল অমিতাভ বচ্চনকে! শো চলার মাঝেই দর্শকাসনে বসা ধাওয়ালের স্ত্রী 'বিগ বি'-র কাছে নালিশ জানান যে তাঁর স্বামী বর্তমানে একটুও সময় দেন না তাঁকে। স্ত্রীয়ের তরফে এমন অভিযোগ শোনামাত্রই মেজাজ হারান ওই প্রতিযোগী। বাধ্য হয়ে তাঁদের মাঝে ঢুকতে হয় 'শাহেনশাহ'-কে। তবে তাতে ভবি ভোলেননি। শেষপর্যন্ত রীতিমতো আর্তনাদ করে 'কেউ বাঁচাও আমাকে' বলে ওঠেন অমিতাভ!
কেবিসি চলাকালীন ওই প্রতিযোগী এবং তাঁর স্ত্রীয়ের একটি ভিডিয়ো ফুটে ওঠে জায়ান্ট স্ক্রিনে। যেখানে দেখা যায় মানুষজন ঠাসা ব্যস্ত এক রাস্তার মোড়ে নিজের স্ত্রী-এর সামনে প্রায় হাঁটু মুড়ে প্রপোজ করছেন। ধাওয়ালের এই কীর্তি দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যান অমিতাভ। কৌতূহলী হয়ে তাঁর স্ত্রীর কাছে অমিতাভ জানতে চান এখনও রোম্যান্টিক কি না তিনি।
ওই প্রতিযোগী জবাব দেওয়ার আগেই দর্শকাসনে থেকে তাঁর স্ত্রী প্রায় চিৎকার করে বলে ওঠেন যে, ' একটুও নয় স্যার। বর্তমানে ও আমাকে বিলকুল সময় দেয় না!' স্ত্রী-এর এই অভিযোগ শোনামাত্রই হট সিটে বসা ধাওয়াল ৭৯-র ‘রাগী যুবক’-কে অনুরোধ করেন, 'স্যার, দোয়া করে আপনিও ওঁকে বলে দিন বর্তমানে চূড়ান্ত ব্যস্ততার ফলে আপনার পক্ষেও অনেক সময় সম্ভব হয় না জয়াজীকে সময় দেওয়া!'
সেইসব প্রশ্নের জবাব না দিতে পেরে দৃশ্যতই অপ্রস্তুত থেকে হতবাক, কোনওটাই না হয়ে থাকতে পারেননি অমিতাভ। ওদিকে ততক্ষণে অভিযোগ, পাল্টা দাবির তালিকা বাড়ছে ধাওয়াল ও তাঁর স্ত্রীয়ের মধ্যে। সেসব দেখে কোনওরকমে মজা করে 'বিগ বি' বলে ওঠেন যে তিনি এখন আক্ষরিক অর্থেই 'ম্যারেজ কাউন্সিলর' এর ভূমিকা পালন করছেন। সেসব শুনেও রণে ভঙ্গ দেননি ওই দু'জন। নতুন করে নালিশ শুরু হয়। শেষপর্যন্ত আর থাকতে না পেরে জোর গলায় হেঁকে অমিতাভ প্রায় আর্তনাদের ভঙ্গিতে বলে ওঠেন, ' আরে ভাই! কেউ বাঁচা আমাকে'।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports