সম্প্রতি কৌন বানেগা ক্রোড়পতি ১৬ মঞ্চে অমিতাভের সঙ্গে হট সিটে বসেছিলেন আন্নু কুমারী। ভীষণ সাদামাটা একজন প্রতিযোগী আন্নু। জীবনের দুর্দশার কথা বলতে গিয়ে আচমকাই কেঁদে ফেলেন তিনি। প্রতিযোগিনীকে সামলাতে হট সিট ছেড়ে উঠে যেতে হল অমিতাভকে।
কেবিসের মঞ্চে নতুন বছরের প্রথম প্রতিযোগী ছিলেন আন্নু কুমারী। প্রথমেই একে অপরকে নববর্ষের শুভেচ্ছা জানান তাঁরা। হট সিটে বসে নিজের জীবনের কিছু স্বপ্নের কথা বলেন আন্নু। বলেন, তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চান, ঢাল হয়ে দাঁড়াতে চান পরিবারের পাশে। আন্নুর কথায় বেশ স্পষ্ট ভাবেই বোঝা যায় বাড়ির আর্থিক অবস্থা একেবারেই ভালো নয়।
আরও পড়ুন: রাজুদা আর ফেলুদার বন্ধু এবার এক ফ্রেমে! পকেট পরোটা খেয়ে কী বললেন অনির্বাণ
আন্নু বলেন, আমার বাড়িতে মা, ভাই, বোন রয়েছে। মা গৃহকর্মী হিসেবে কাজ করেন। ভাই দোকানে ডেলিভারি বয় এবং ক্যাশিয়ার। ভাই বোনকে পড়ানোর জন্য অনেক টাকা দরকার। পরিবারের সকলের চাহিদা আমি পূরণ করতে চাই। পড়াশোনার পাশাপাশি তাই অবসর সময়ে টিউশনি করি আমি। পড়াশোনা শেষ করেই যাতে চার্টাট অ্যাকাউন্টেন্ট হতে পারি সেই চেষ্টাই করছি।
আন্নু যে ভালো র্যাপ গাইতে পারে, সেই কথাও তিনি জানান বিগ বিকে। মঞ্চে একটি র্যাপ গেয়েও শোনান তিনি। প্রশংসার সুরে অমিতাভ বলেন, চর্চা চালিয়ে যাও। ভবিষ্যতে কোনও সুরকারের যদি তোমার এই র্যাপ পছন্দ হয় তাহলে অর্থের কোনও অভাব থাকবে না তোমার।
আরও পড়ুন: ঠাকুমার তৈরি করা স্কুলেই সিদ্ধার্থের থেকে প্রপোজাল পান অদিতি! বিয়ের ৪ মাস পর প্রকাশ্যে এল ছবি
আরও পড়ুন: আশা ভোঁসলের তওবা তওবাতে ঠুমকা ভাইরাল, জানেন বাংলার এক ইনফ্লুয়েন্সার দুবাইয়ে লাইভ দেখেছেন সেই নাচ!
আন্নুর কথার মাঝেই মঞ্চে একটি ভিডিয়ো চলতে শুরু করে। ভিডিয়োয় দেখানো হয়, কতটা আর্থিক দুর্দশার মধ্যে সময় কাটছে আন্নুর পরিবারের সদস্যদের। রোগে জর্জরিত আন্নুর মা। পরিবারের ওপর প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ঋণ রয়েছে। আন্নু খুব তাড়াতাড়ি জীবনে দাঁড়াতে চায় যাতে মাকে আর কাজ না করতে হয়। ভিডিয়োটি শেষ হতেই কান্নায় ভেঙে পড়েন আন্নু।