বাংলা নিউজ > বায়োস্কোপ > Kareena Kapoor: করিনার মতে আজকালকার অভিনেত্রীদের তুলনায় রানি-টাবু বেশি পরিশ্রমী, বললেন, 'দুঃখিত, কিন্তু এটাই...'
পরবর্তী খবর
Kareena Kapoor: করিনার মতে আজকালকার অভিনেত্রীদের তুলনায় রানি-টাবু বেশি পরিশ্রমী, বললেন, 'দুঃখিত, কিন্তু এটাই...'
1 মিনিটে পড়ুন Updated: 04 Jan 2024, 03:47 PM ISTSubhasmita Kanji
Kareena Kapoor: নতুন প্রজন্মের অভিনেত্রীদের থেকে বেশি পরিশ্রম করছেন রানি মুখোপাধ্যায়, টাবুরা! সম্প্রতি কেন এমনটা বললে। করিনা কাপুর?
Ad
রানি-টাবুকে নিয়ে কী বললেন করিনা?
রাখঢাক করে তিনি কখনই কথা বলতে ভালবাসতেন না। এখনও করেন না। সম্প্রতি তাই নিজে যেটা মনে করেন আজকালকার বলিউড অভিনেত্রীদের নিয়ে সেটাই বললেন। কার কথা বলছি? বলিউডের বেবো ওরফে করিনা কাপুর খানের কথা। ফোর্বস ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন যে তাঁর প্রজন্মের অভিনেত্রীরা এখনও তুলনামূলক ভাবে আজকালকার অভিনেত্রীদের তুলনায় অনেক বেশি পরিশ্রম করেন। তাই তিনি মিডিয়াকে অনুরোধ করলেন বয়স নিয়ে যেন তাঁদের খোঁটা না দেওয়া হয়।
রানি এবং টাবুকে নিয়ে কী বললেন করিনা?
এই সাক্ষাৎকারে করিনা বলেন, 'ওরা আমাদের ইন্ডাস্ট্রির অন্যতম ট্যালেন্টেড অভিনেতা। রানি তো সব বিষয়েই যেন নিখুঁত। যে চরিত্রেই অভিনয় করুক না কেন ও সেটা যেন প্রাণ নিয়ে আসে। ওর থেকে চোখ ফেরানো দায় হয়। টাবু তো এই ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেত্রী। ওরা এখনও দর্শকদের বিনোদন দিচ্ছে। আমরা এখানে বিনোদন দেওয়ার জন্যই আছি। বয়স এখানে ম্যাটার করে না।'
প্রসঙ্গত করিনা রানির সঙ্গে মুঝসে দোস্তি কারোগি ছবিতে দেখা করেছিলেন। অন্যদিকে আগামীতে দ্য ক্রিউ ছবিতে টাবুর সঙ্গে কাজ করতে চলেছেন। ফলে তাঁর এই দুই অভিনেত্রীর কাজের ধরন সম্পর্কে যথেষ্ট স্বচ্ছ ধারণা আছে। তাঁদের কাজ নিয়ে করিনা এদিন বলেন, 'দুঃখিত তবুও বলছি, এই অভিনেত্রীরা কিন্তু আজকালকার প্রজন্মের অভিনেত্রীদের তুলনায় অনেক বেশি পরিশ্রম করছে। আমাদের মতো আর কাউকে কিন্তু পাওয়া যাবে না। বয়স খালি একটা সংখ্যা, তাই এটা নিয়ে কথা বলা উচিত নয়। আমাদের প্রশ্নের অভিনেতাদের তো বয়স নিয়ে জিজ্ঞেস করা হয় না, তাহলে আমাদের কেন?'
করিনা কাপুরকে শেষবার গুড নিউজ ছবিতে দেখা গিয়েছিল। অক্ষয় কুমার ছিলেন তাঁর সঙ্গে সেই ছবিতে। রাজ মেহতার এই ছবিটি বক্স অফিসে ৩১৮ কোটি টাকার ব্যবসা করেছিল।