বাংলা নিউজ > বায়োস্কোপ > বধূনির্যাতনের শিকার শিমুল, কোর্টে দাঁড়িয়ে পরাগের পরিবারের বিরুদ্ধে সাক্ষী নায়িকার, নতুন মোড় কার কাছে কইয়ে
পরবর্তী খবর
বধূনির্যাতনের শিকার শিমুল, কোর্টে দাঁড়িয়ে পরাগের পরিবারের বিরুদ্ধে সাক্ষী নায়িকার, নতুন মোড় কার কাছে কইয়ে
1 মিনিটে পড়ুন Updated: 13 Feb 2024, 04:30 PM ISTSubhasmita Kanji
Kar Kache Koi Moner Kotha: পরাগকে খুনের দায়ে জেলে শিমুল। তবে এবার কোর্টে নিজের সপক্ষে মুখ খুলল সে। বলল কোন কোন কথা?
কোর্টে দাঁড়িয়ে পরাগের পরিবারের বিরুদ্ধে সাক্ষী শিমুলের
কার কাছে কই মনের কথা ধারাবাহিকে এবার নতুন টানটান মোড় হাজির! পরাগকে খুনের মিথ্যে দায়ে জেলে শিমুল। চলছে তাদের কেসের শুনানি। এমন সময় কোর্টে দাঁড়িয়ে বিচারকের সামনে তাঁর সঙ্গে এতদিন ধরে হয়ে আসা অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলল সে। জানাল পরাগ একা নয়, তার দেওর, শাশুড়িও তার সঙ্গে অকথ্য অত্যাচার করেছে। তাকে বাড়ির বাইরে বের করে দিয়েছে কথায় কথায়। মারতে পর্যন্ত গিয়েছে।
শিমুল জানায় একমাত্র তার ননদ তার পাশে ছিল। তার এবং শতদ্রুর সম্পর্ক নিয়েও মিথ্যে জলঘোলা করা হচ্ছে বলে দাবি করে সে। শিমুল সাফ সাফ জানিয়ে দেয় সে এবং শতদ্রু খালি বন্ধু। আর বন্ধুরা যেমন একে অন্যের পাশে থাকে তারা তেমনই ছিল। যদি সন্দেহ হয় বিচারক যেন শতদ্রুর থেকেই জেনে নেয়।
অন্যদিকে পুতুলকে বিয়ে করার প্রস্তাব আগেই দিয়েছে তার স্যার। আগামী রবিবার পুতুল এবং তার মা ছেলেটিদের বাড়ি যাবে। এখন দেখার পালা এটাই যে পুতুলের স্যারের পরিবার তাকে কীভাবে মেনে নেয়। 'হাবলি' পুতুলের স্বপ্ন সত্যি হবে? সে কি আদৌ বিয়ের পিঁড়িতে বসবে? নাকি ভেঙে যাবে সেই স্বপ্ন?
সম্প্রতি কার কাছে কই মনের কথা ধারাবাহিকের একটি নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। এই নতুন ভিডিয়োতে দেখা যাচ্ছে শিমুল নিজেকে নিরপরাধ প্রমাণ করে জেল থেকে ছাড়া পেয়েছে। আর সে জেল থেকে ছাড়া পেয়েই তার শ্বশুর বাড়িতেই ফিরেছে। বউকে দেখে যারপরনাই খুশি তার শাশুড়িও। হবে নাই বা কেন, এতদিন যে শিমুল তাদের জন্য কম কিছু করেনি। অন্যদিকে তার মেয়ে পুতুলও যে শিমুলের জন্য অপেক্ষা করে অসুস্থ হয়ে পড়েছে। তাই বউমা আসতেই তাকে বরণ করে তুলতে যায় মধুবালা দেবী। বলেন তিনি জানতেন সত্যের জয় হবেই।