এদিন সকালেই অনুরাগীদের সঙ্গে একটি দুঃসংবাদ ভাগ করে নিলেন অভিনেত্রী কন্যাকুমারী মুখোপাধ্যায়। জানালেন তাঁর মা ক্যানসারে আক্রান্ত। তবে লড়াই জারি আছে বলেও জানান অভিনেত্রী। শুধু তাই নয়, একই সঙ্গে জানান তাঁর মায়ের জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে।
আরও পড়ুন: বাগদান সারলেন 'ডাইনি'র পরিচালক নির্ঝর! পাত্রী কে? কবেই বা সাতপাক ঘুরবেন?
কী জানিয়েছেন কন্যাকুমারী?
দিদি নম্বর ওয়ানে বেশ কিছু বছর আগে মাকে নিয়ে খেলতে এসেছিলেন কন্যাকুমারী মুখোপাধ্যায়। তাঁর এবং তাঁর মায়ের কথা, খুনসুটি দর্শকদের দারুণ মনে ধরেছিল। সেই পর্বের ক্লিপ আজও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিন্তু এদিন অভিনেত্রী জানালেন তাঁর মা ক্যানসারে আক্রান্ত। স্টেজ ২। শীঘ্রই কেমো শুরু হবে বলেও জানান এদিন তিনি।
মা, মেয়ের সঙ্গে একটি আদুরে ছবি পোস্ট করে এদিন কন্যাকুমারী লেখেন, 'কাল মায়ের বায়োপসি রিপোর্টটা এল। না, একেবারেই রেহাই পায়নি। মা ম্যালিগন্যান্ট। কিন্তু স্টেজ ২। স্টেজ ২ তুলনামূলক ভাবে ভালো স্টেজ, কারণ এতে চিকিৎসার সুযোগ আছে। কেমোথেরাপির মাধ্যমে ক্যানসারের কোষগুলোকে ধ্বংস করা হয়। তাদের ফিরে আসার সুযোগ কমানো হয়। চেষ্টায়6বলছি কারণ সবটাই আরও বেশ কিছু জিনিসের উপর নির্ভরশীল, যেমন মায়ের ডায়াবিটিস কন্ট্রোল, ওবেসিটি কন্ট্রোল। কিন্তু তারপরেও বলব যে এতটা জলে পড়িনি যে কিছু করার নেই।'
কন্যাকুমারী এদিন তাঁর আত্মীয়, নিকট বন্ধু এবং অবশ্যই চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন এই পোস্টের মাধ্যমে যাঁরা তাঁর এই কঠিন সময় তাঁর পাশে ছিলেন।
এদিন অভিনেত্রী আরও লেখেন, 'আমার মা একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে। কেমোথেরাপির ফেজ। কিন্তু এতটা পথ যখন নির্বিঘ্নে আসতে পেরেছি, বাকিটাও পারব। পারতে হবে। কারণ মা পারতে চান। আমার মা দারুণ। আরও দারুণ হয়ে উঠবেন।' তিনি এদিন তাঁর অনুরাগী, নেটিজেনদের ধন্যবাদ জানান তাঁর মায়ের জন্য প্রার্থনা করার জন্য, শুভেচ্ছা পাঠানোর জন্য।
আরও পড়ুন: 'ওদের একটাই কথা বলতে চাই...' পহেলগাঁও হামলার পর সন্ত্রাসবাদীদের উদ্দেশ্যে কড়া বার্তা অক্ষয়ের!