আর মাত্র দুদিন পরেই ছিল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মিশা আগরওয়ালের জন্মদিন। আর তার ঠিক আগেই এদিন না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি। এদিন তাঁর মৃত্যুর খবর তাঁরই সোশ্যাল মিডিয়ায় জানানো হয়। হাসিখুশি মেয়েটার প্রয়াণে শোকস্তব্ধ নেটপাড়া।
কী ঘটেছে?
গত ২৫ এপ্রিল মিশা আগরওয়ালের যে অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ আছে সেখানেই ঘোষণা করা হয় যে মিশা আর নেই। তাঁর পরিবারের তরফে সেই কথা ঘোষণা করা হয়। জানানো হয় জন্মদিনের মাত্র ২ দিন আগেই মেয়েটি চলে গেছে না ফেরার দেশে।
আরও পড়ুন: জাতীয় মাল্টিপ্লেক্সে ৮৮ লাখ টাকার ব্যবসা কিলবিল সোসাইটির! সৃজিতের ছবির দাপটে কী হাল পুরাতনের?
এদিন মিশার ইনস্টাগ্রামে যে ছবিটি পোস্ট করা হয় সেখানে লেখা হয়, 'অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা মিশা আগরওয়ালের প্রয়াণের খবর সকলকে জানাচ্ছি। আপনারা সবাই যেভাবে ওর কাজকে, ওকে ভালোবাসা দিয়েছেন তার জন্য ধন্যবাদ। আমরা এই অপূরণীয় ক্ষতির সঙ্গে এখনও মানিয়ে ওঠার চেষ্টা করছি। ওকে আপনারা আপনাদের ভাবনায় রাখবেন। আমাদের এই ক্ষতি অপূরণীয়। কোনও ভাষা নেই। সবাই ভালো থাকবেন।'
এই পোস্টের পর মিশা আগরওয়ালের দিদিও জানান, 'দয়া করে আপনারা আতঙ্কিত হবেন না। আপনাদেরও এই খবরটা জানানো জরুরি ছিল। সেই জন্যই আমরা এখন এই আপডেট দিলাম। আমরা এখন তেমন কোনও অবস্থায় নেই যে সবটা ব্যাখ্যা করে জানাবো যে হয়েছিল না হয়েছিল।'
এদিন এই খবর প্রকাশ্যে আসার পরই সেই পোস্টের কমেন্ট বক্স অনুরাগীদের মন্তব্যে ভেসে গিয়েছে। কেউই তাঁর এই অকালে চলে যাওয়া মেনে নিতে পারছেন না যেন।
মিশা আগরওয়ালের কথা মনে করেই অনেকের চোখের সামনেই হাসিখুশি মেয়েটার ছবি ভেসে উঠছে যে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের মজার অথচ রিলেটেবল কন্টেন্ট পোস্ট করতেন। তাঁর পোস্ট মানেই যেন শত মন খারাপে এক চিলতে হাসি ঠোঁটের ডগায় ফুটে ওঠা। তাঁর ভাইব্রেন্ট ব্যক্তিত্ব বাড়ে বাড়ে মুগ্ধ করেছে সবাইকে। আর এ হেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের অকাল প্রয়াণের খবর আসতেই শোকস্তব্ধ তাঁর অনুরাগীরা।
প্রসঙ্গত মিশা আগরওয়ালের বর্তমানে ইনস্টাগ্রামে ৩ লাখ ৫১ হাজার ফলোয়ার আছে। মিশা যে কেবল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন সেটাই নয়। তাঁর একটি কসমেটিক ব্র্যান্ডও আছে, নাম মিশ কসমেটিকস। অল্পদিনেই যে মিশা সোশ্যাল মিডিয়ায় বেশ খ্যাতি অর্জন করেছিলেন সেটা নিঃসন্দেহে বলা যায়।