কিছুদিন আগেই হইচই প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ডাইনি। মিমি চক্রবর্তী অভিনীত এই সিরিজে দারুণ প্রশংসা পেয়েছে দর্শকদের থেকে। সেই সিরিজের পরিচালক নির্ঝর মিত্র এদিন বাগদান সারলেন তাঁর দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে।
কী ঘটেছে?
জীবনের নতুন অধ্যায় শুরু করলেন নির্ঝর মিত্র। বাগদান সারলেন দীর্ঘদিনের প্রেমিকা শালিনী মিত্রর সঙ্গে। শালিনী পেশায় প্রোডাকশন ডিজাইনার। সম্প্রতি বন্ধুদের সঙ্গে উত্তরবঙ্গে বেড়াতে এসেছিলেন। তিনি নিজেও উত্তরবঙ্গের ছেলে। আর সেই কারণেই তাঁর কাজে বারংবার উঠে আসে চা বাগান, পাহাড়ের অপরূপ দৃশ্য। আজকালেরতরফে একটি রিপোর্টে জানানো হয়েছে এবার বেড়াতে গিয়ে পরিবারের দাবি সামনে পড়েন যে এবার বিয়ে সেরে ফেলতে হবে। সেই কথা কি আর অমান্য করা যায়? পাহাড়ের বুকেই পরিবার, নিকট বন্ধু এবং আত্মীয়দের উপস্থিতিতে বাগদান সেরেছেন নির্ঝর এবং শালিনী। তাঁদের বাগদানের বেশ কিছু ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।
আরও পড়ুন: জাতীয় মাল্টিপ্লেক্সে ৮৮ লাখ টাকার ব্যবসা কিলবিল সোসাইটির! সৃজিতের ছবির দাপটে কী হাল পুরাতনের?
বাগদানের দিন নির্ঝর মিত্র পরেছিলেন সাদা রঙের পাঞ্জাবি এবং পায়জামা। অন্যদিকে শালিনীর পরনে ছিল বেগুনি রঙের একটি শাড়ি সঙ্গে একই রঙের একটি ব্লাউজ। হালকা সোনার গয়না, মেকাপে সেজেছিলেন তিনি।
জানা গিয়েছে এই বছর বাগদান এবং আশীর্বাদ হলেও সাতপাকে বাঁধা পড়বেন আগামী বছর। ২০২৬ সালেই চার হাত এক হবে তাঁদের, এমনি পরিকল্পনা আছে নির্ঝর এবং শালিনীর।
আরও পড়ুন: চলে গেছিলেন পরম-পিয়াকে ছেড়ে, অবশেষে ফিরলেন ঘরে! কে এই বাঘা?
বাগদান সারার পরই এদিন সোশ্যাল মিডিয়ায় নিজেদের একটি ছবি শেয়ার করে কবি শঙ্খ ঘোষের সঙ্গিনী কবিতা থেকে সেই জনপ্রিয় লাইনগুলো, 'হাতের উপর হাত রাখা খুব সহজ নয় / সারা জীবন বইতে পারা সহজ নয় / এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে / সহজ কথা ঠিক ততটা সহজ নয়' লেখেন।