সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত কিলবিল সোসাইটি ছবিটি বক্স অফিস জুড়ে দাপট দেখাচ্ছে। ইতিমধ্যেই ২ কোটির গণ্ডি টপকে গিয়েছে হেমলক সোসাইটির এই সিক্যুয়েল। আর তার মধ্যেই তৃতীয় ভাগের আভাস দিলেন পরিচালক। একই সঙ্গে কিলবিল সোসাইটির কোন তথ্য প্রকাশ্যে এল?
আরও পড়ুন: 'ওদের একটাই কথা বলতে চাই...' পহেলগাঁও হামলার পর সন্ত্রাসবাদীদের উদ্দেশ্যে কড়া বার্তা অক্ষয়ের!
কী ঘটেছে?
সদ্যই কিলবিল সোসাইটি ছবিটির স্পেশ্যাল স্ক্রিনিং অনুষ্ঠিত হয়েছে। সেখানে হাজির ছিলেন ঋতাভরী চক্রবর্তী। সৃজিত মুখোপাধ্যায় এবং সন্দীপ্তা সেনের সঙ্গে কথা বলতে বলতে একটি অজানা কথা ফাঁস করে দেন তিনি কিলবিল সোসাইটি প্রসঙ্গে। টলি অনলাইনের তরফে প্রকাশ্যে আনা একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে ঋতাভরী বলছেন তিনিই নাকি পরিচালককে বুদ্ধি দিয়েছিলেন এই ছবিতে পূর্ণা আইচের দিদির ভূমিকায় সন্দীপ্তাকে। এই বিষয়ে ঋতাভরীকে সৃজিতের উদ্দেশ্যে বলতে শোনা যায়, 'বলেছ এই সাজেশন কার ছিল?' জবাবে পরিচালক বলে ওঠে, 'হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু, আমরা আলোচনা করছিলাম এই চরিত্রটা নিয়ে। ঋতাভরী আমাকে বলেছিল।' ঋতাভরী ফের বলেন, 'বল কে বলেছিল তুমি সন্দীপ্তাকে ভাব?' সৃজিত স্বীকার করেন নেন যে ঋতাভরী তাঁকে বলেছিলেন যে সেনসিটিভ ব্যাপারটা তিনি আনতে পারবে। এটা শুনে ফের ঋতাভরীকে বলতে শোনা যায়, 'আমি এটাও বলেছিলাম যে ও ভীষণ ভালো অভিনেত্রী। ও আমার সমসাময়িক।'
প্রসঙ্গত এদিন ঋতাভরীর সঙ্গে কৌশানিকেও অনেকক্ষণ কথা বলতে শোনা যায়। পর্দার পূর্ণা আইচ এদিন অভিনেত্রীকে ধন্যবাদ জানান আসার জন্য। শুধুই কি তাই? সদ্যই নতুন জীবন শুরু করেছেন ঋতাভরী। বাগদান সেরেছেন প্রেমিক সুমিত আরোরার সঙ্গে। সেটার জন্য শুভেচ্ছা জানাতেও ভোলেন না কৌশানি। বলেন, 'আসার জন্য ধন্যবাদ। শুভেচ্ছা। ছবিগুলো ভীষণ সুন্দর।'
হেমলক সোসাইটির তৃতীয় সিক্যুয়েলের ইঙ্গিত
এদিন সৃজিত মুখোপাধ্যায় কৌশানি মুখোপাধ্যায় এবং কোয়েল মল্লিক অর্থাৎ তাঁর হেমলক সোসাইটি ফ্র্যাঞ্চাইজির পূর্ণা এবং মেঘনার সঙ্গে একটি ছবি ভাগ করে এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ভাগের ইঙ্গিত দেন। লেখেন, 'যারা ভবিষ্যতে হেমলক সোসাইটি চালাবে।'
এদিন কোয়েলের সঙ্গে দেখা হতেই কৌশানি বলে ওঠেন, 'কালার ম্যাচ করেছি আজ আমরা।' প্রসঙ্গত তাঁরা দুজনেই এদিন মেরুন রঙের পোশাক পরে এসেছিলেন। তাঁদের কথা শুনে সৃজিতকে পাশ দিয়ে বলতে শোনা যায়, 'আনন্দ কর নেই। কিন্তু আমি আছি।'
কিলবিল সোসাইটি প্রসঙ্গে
কিলবিল সোসাইটি ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়কে। এছাড়া আছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, সন্দীপ্তা সেন, বিশ্বনাথ বসু প্রমুখ। এই ছবিতে আনন্দ কর ওরফে পরমব্রতকে দেখা যাচ্ছে মৃত্যুঞ্জয়ের চরিত্রের। গত ১১ এপ্রিল মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি। সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন অনুপম রায় এবং রণজয় ভট্টাচার্য।