১৯৯৯ সাল থেকে একসঙ্গে পথ চলা শুরু হয়েছে অজয় দেবগন এবং কাজলের। দুই সন্তানের পিতা-মাতা তাঁরা। মাঝে কেটে গেছে অনেকটা সময়, কিন্তু ভালোবাসায় খামতি আসেনি এতটুকুও। কাজলের ৫১ তম জন্মদিনে একটি পুরনো ছবি পোস্ট করে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানালেন অজয় দেবগন।
কাজলের বহু পুরনো একটি সাদাকালো ছবি পোস্ট করে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানান অজয়। ক্যাপশনে তিনি লেখেন, ‘অনেক কিছু বলার আছে কিন্তু আমি জানি তুমি চোখ ঘুরিয়ে নেবে। তাই.. শুভ জন্মদিন প্রিয়।’
আরও পড়ুন: ‘দ্য কেরালা স্টোরি’ পেল জোড়া জাতীয় সম্মান, বিতর্ক উঠতেই মুখ খুললেন আশুতোষ
আরও পড়ুন: জাতীয় পুরস্কার পেয়েও জারি বিতর্ক, ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
অজয় আরও একটি সাদা কালো ছবি পোস্ট করেছেন, যেটি কাজলের বর্তমান সময়ের ছবি। এই দুটি ছবি পোস্ট করে সম্ভবত অজয় বলতে চেয়েছেন, কত তাড়াতাড়ি সময় পেরিয়ে যায়। এই ভাবেই বছর বছর জন্মদিন ঘুরে আসুক, এই কামনাই করেন অজয়।
তবে শুধু অজয় নয়, সমাজমাধ্যমে মাকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন মেয়ে নাইসাও। কাজলের সঙ্গে একটি ছবি পোস্ট করে নাইসা লেখেন, ‘আমার মা, শুভ জন্মদিন।’ উত্তরে কাজল লেখেন, ‘ভালোবাসি সোনা।’
প্রসঙ্গত, ১৯৯৪ সালে ‘গুন্ডারাজ’ ছবির হাত ধরে কাজল এবং অজয়ের প্রেম শুরু হয়। ১৯৯৯ সালে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। ২০০৩ সালে কন্যা সন্তানের এবং ২০১০ সালে পুত্র সন্তানের জন্ম হয়। এই মুহূর্তে পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি নিজের কাজ নিয়েও বেজায় ব্যস্ত কাজল।
আরও পড়ুন: ফের ছোট পর্দায় জুটি বাঁধতে চলেছেন বিক্রম-ঐন্দ্রিলা, কোন চ্যানেলে আসবেন তাঁরা?
আরও পড়ুন: অবশেষে প্রকাশ্যে এল রাজনন্দিনীর আসল পরিচয়! আর্যর অতীত কী মেনে নেবে অপর্না?
গত মাসেই কাজলের ছবি ‘মা’ মুক্তি পেয়েছিল বড় পর্দায়। এরপরেই মুক্তি পায় কাজলের সর্বশেষ অভিনীত ছবি 'সরজমিন। এই ছবিতে কাজল ছাড়াও অভিনয় করেছেন ইব্রাহিম আলি খান ও পৃথীরাজ সুকুমারন।