1 মিনিটে পড়ুন Updated: 09 Oct 2023, 02:06 PM ISTSubhasmita Kanji
Aparajita Adhya-Mahalaya: মহড়া দিতে আসছে না অসুর! মর্তে এসে পারফরমেন্স কেমন হবে সেটা ভেবেই অস্থির দেবী দুর্গা। মহিষাসুরকে রিহার্সালে আনার জন্য কী বললেন তিনি?
ফোন করে কাকে খুঁজছেন 'দুর্গা' অপরাজিতা?
মহালয়ার আর এক সপ্তাহও বাকি নেই। সবার বাড়িতে এখন রেডিয়ো সারানোর ধুম। তার আগেই দেবী দুর্গার ঘুম উড়েছে! মহড়াতে আসছে না মহিষাসুর। বাতের ব্যথায় কাবু সে। এবার কী করবেন দেবী? অসুরকে অবশেষে রিহার্সাল দিতে আনানোর জন্য বললেন তাঁকে অর্থোপেডিক ডাক্তারের কাছে নিয়ে যাবেন। কিছুই বুঝলেন না ব্যাপারটা ঠিক কী? এটা আদতে দেবী দুর্গারূপী অপরাজিতা আঢ্যর বক্তব্য।
কী বলছেন অপরাজিতা?
ভিডিয়োতে দেখা যাচ্ছে দেবী দুর্গার মতো সেজে হাতে ত্রিশূলের বদলে ফোন নিয়ে অপরাজিতা মহিষাসুরকে ফোন করেছেন। তাঁর বক্তব্য মহিষাসুর কেন রিহার্সালে আসছে না। উত্তরে সে জানায় হাঁটুর ব্যথায় কাবু। অতক্ষণ মণ্ডপে দাঁড়াতে পারবে না। শুনেই চিন্তিত হয়ে পড়েন দেবী দুর্গা! বলেন, 'এবার মর্তে নিয়ে গিয়ে একজন ভালো অর্থোপেডিক দেখাব তোমায়। চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে।' কিন্তু পুজোর সময় যে সব ডাক্তাররা ছুটিতে যান! তবে? সেটা শুনে দেবী আবারও বলেন যে তিনি মায়ার ফাঁদ রচনা করে ডাক্তারকে আটকে দেবেন। তবে মহিষাসুরের চিকিৎসা তিনি করিয়েই ছাড়বেন।
আসলে অভিনেত্রীকে এখন জল থই থই ভালোবাসা ধারাবাহিকে দেখা যাচ্ছে। সেখানেই ধারাবাহিক শুরু হওয়ার একদম প্রথম দিকে গো অ্যাজ ইউ লাইক প্রতিযোগিতার একটি পর্ব দেখানো হয়েছিল। সেখানেই অপরাজিতা দেবী দুর্গার মতো সেজেছিলেন, এমনকি দ্বিতীয় প্রাইজ পেয়েছিলেন। সেই সাজেই তিনি এই ভিডিয়ো বানিয়ে সেটা পোস্ট করেছেন।