Jio World Plaza Launch Event: দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভাট মুম্বইয়ে তারকা খচিত জিও ওয়ার্ল্ড প্লাজা লঞ্চে অংশ নিয়েছিলেন। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাটরিনা কাইফও।
দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভাট
মঙ্গলবার জিও ওয়ার্ল্ড প্লাজা লঞ্চ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভাটের মতো তারকা অভিনেত্রীরা। জিও ওয়ার্ল্ড প্লাজায় প্রবেশের মুখে পাপারাৎজ্জির জন্য পোজ দেন দুই তারকা। অফ-শোল্ডার পোশাকে গ্ল্যামারাস লুকে ধরা দেন তাঁরা।
অনুষ্ঠানে দীপিকার লুক
৩১ অক্টোবর মুম্বইয়ে অনুষ্ঠিত জিয়ো ওয়ার্ল্ড প্লাজার উদ্বোধনী অনুষ্ঠানে ছিল চাঁদের হাট। ওই দিন বলি-অভিনেত্রীদের সাজপোশাক বেশ নজর কেড়েছে অনুরাগীদের। লুই ভিতোঁর ধূসর রঙের অফ শোল্ডার ড্রেস পরেছিলেন দীপিকা পাড়ুকোন। সঙ্গে কালো হাঁটু পর্যন্ত উঁচু বুট। গলায় সরু নেকপিস, কানে হিরের দুল, আঙুলে হিরের আংটি। মেসি বান, স্মোকি আই লুকে নজরকাড়া সাজ অভিনেত্রীর। পাপারাৎজ্জির সামনে এ দিন পোজও দেন দীপিকা। আরও পড়ুন: নীতা আম্বানির সামনে ফট করে দীপিকার গালে চুমু খেলেন রণবীর, দেখুন ভিডিয়ো