
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
জওয়ানের ক্রেজ এখনও থামার নাম নিচ্ছে না। ২০ নম্বর দিন, অর্থাৎ তৃতীয় মঙ্গলবারে এসেও শাহরুখ খানের সিনেমা বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করল। যারা এতদিন বলছিলেন, বলিউডে শাহরুখের সময় শেষ, তাঁদের মুখে একেবারে যেন ঝামা ঘষে দিলেন কিং খান। sacnilk.com-এর রিপোর্ট বলছে প্রাথমিক রিপোর্ট অনুসারে তৃতীয় মঙ্গলবারে পাঠান ঘরে তুলেছে ৫.১০ কোটি।
জওয়ানে শাহরুখ খানকে দেখা গিয়েছে বাবা ও ছেলের চরিত্রে, আজাদ রাঠোর এবং বিক্রম রাঠোর। নয়নতারাকে দেখা গিয়েছে আজাদের স্ত্রী নর্মদা রাই রাঠোর-এর চরিত্রে। সিনেমার ভিলেন কালি গায়কোয়াড় হলেন বিজয় সেতুপতি। বিক্রমের স্ত্রী ঐশ্বর্য রাঠোরের চরিত্রে কেমিও করেছেন দীপিকা। এছাড়াও রয়েছেন প্রিয়ামাণি, সানিয়া মালহোত্রা, সঞ্জিতা ভট্টাচার্য, সুনীল গ্রোভার, গিরিজা ওক-রা। ছবির পরিচলনা করেছেন অ্যাটলি কুমার। এই ছবি দিয়েই বলিউডে পা রাখলেন তিনি।
৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল আর তেলুগু ভাষায় মুক্তি পেয়েছিল জওয়ান। শাহরুখ খানের সিনেমা খাতাই খোলে ৭৫ হাজার দিয়ে। যা বলিউডের সবচেয়ে বড় ওপেনিং। এরমধ্যে ৬৫.৫ কোটি ছিল হিন্দি থেকে আয়, ৫.৫ কোটি তামিল থেকে ও ৪ কোটি তেলুগু থেকে। জওয়ানের সর্বাধিক আয় ছিল প্রথম রবিবারে ৮০.১ কোটি। ভারতের বাজারে ১ দিনে এর আগে আর কোনও হিন্দি ছবি এত টাকা ঘরে তোলেনি। তখনই বোঝা গিয়েছিল এই ঘোড়া লম্বা দৌড়বে।
সে দৌড় এখন ২০ দিনে এসেও চলছে। গতি একটু কমলেও, তা যে থামবে না খুব সহজে তা স্পষ্ট। দেশের বাজারে ৬০০ কোটির ঘর ছুঁয়ে গেল বলে। আপাতত ২০ দিনে জওয়ানের আয় ৫৭১.২৮ কোটি।
বক্স অফিসে জওয়ানের পাশাপাশি অগস্চে মুক্তি পাওয়া গদর ২-ও বেশ ভালো ফল করেছিল। ১১ অগস্ট থেকে হলগুলিতে একাই রাজত্ব করছিল সানি দেওলের সিনেমা। তবে শাহরুখের সিনেমা আসার পর যেমন প্রাইম টাইমে শো পেতে সমস্যা হয়, তেমনই প্রেক্ষাগৃহেও লোক কমতে থাকে। বর্তমানে গদর ২-এর আয় দিনপ্রতি ২০-৩০ লাখে গিয়ে ঠেকেছে।
এবার দেখার জওয়ানের সঙ্গেও তেমনটা হয় নাকি। তলতি সপ্তচাহেই মুর্তি পাবে বিবক অগ্নিহোত্রীর দ্যা ভ্যাক্সিন ওয়ার। গত বছর কাশ্মীর ফাইলস নিয়ে যেরকম মাতামাতি হয়েছিল, সেখানে এই সিনেমা নিয়েও ভালোই একটা মারমার কাটকাচ ব্যাপার হবে তা বলাই বাহুল্য। আর সঙ্গে অক্টোবরের প্রথম সপ্তাহে আসছে মিশন রানিগঞ্জ, যাতে রয়েছেন অক্ষয় কুমার, নানা পাটেকর, পল্লবী জোশি, রাইমা সেনরা। সেক্ষেত্রে হল পেতে মুশকিল হত পারে জওয়ানেরও।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports