সাহসী পোশাক এবং উষ্ণ অবতারের জন্য চর্চায় থাকেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। প্রায়শই মজা করে নেটদুনিয়ায় নানান ছবি এবং ভিডিয়োও শেয়ার করেন তিনি। সম্প্রতি ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ ইন্ডিয়ার পরিচালনায় ল্যাকমে ফ্য়াশন উইকের ব়্যাম্পে চোখ ধাঁধানো লুকে ধরা দিয়েছেন এই বলি ডিভা।
ফ্য়াশন ডিজাইনার অমিত আগারওয়ালের পোশাকে ব়্যাম্পে আগুন ধরানো লুকে দেখা মেলে জাহ্নবীর। কালো টপের সঙ্গে কালো স্কার্ট পরে চরম আত্মবিশ্বাসের সঙ্গে ব়্যাম্পে হেঁটেছেন অভিনেত্রী। জাহ্নবীর উষ্ণতামাখা ব়্যাম্পওয়াক থেকে চোখ সরাতে পারছেন না নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে অভিনেত্রীর ব়্যাম্পওয়াকের ভিডিয়ো-