একটি আন্তর্জাতিক ইভেন্টে অভিনেতা জ্যাকব এলর্ডি এবং অ্যান্ড্রু গারফিল্ডের সঙ্গে চলচ্চিত্র নির্মাতা জোয়া আখতারের কয়েকটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে।
অ্যান্ড্রু ও জ্যাকবের মাঝে বসে জোয়া আখতার! ছবি প্রকাশ্যে আসতেই হইচই নেটপাড়ায়
একটি আন্তর্জাতিক ইভেন্টে অভিনেতা জ্যাকব এলর্ডি এবং অ্যান্ড্রু গারফিল্ডের সঙ্গে চলচ্চিত্র নির্মাতা জোয়া আখতারের কয়েকটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। শুক্রবার মরক্কোতে শুরু হওয়া মারকেশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিলেন জোয়া, অ্যান্ড্রু গারফিল্ড ও জ্যাকব।
ফিল্ম ফেস্টিভ্যালে জোয়া, অ্যান্ড্রু, জ্যাকব
মারকেশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যে ছবিটি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবিতে একটি প্রিন্টেড কালো পোশাক পরে সোফায় হাসি মুখ বসে থাকতে দেখা গিয়েছে জোয়াকে। আন্দ্রিয় ও জ্যাকব তাঁর দুপাশে বসেছিলেন। অনুষ্ঠানের জন্য, অ্যান্ড্রু একটি জলপাই সবুজ শার্টের উপর রংমিলান্তি করে জ্যাকেট পরেছিলেন সঙ্গে ছিল কালো প্যান্ট। অন্যদিকে, জ্যাকবকে একটি কালো ব্লেজার এবং ট্রাউজারে দেখা গিয়েছে, তাছাড়াও তাঁর পরনে ছিল একটি সাদা শার্ট। উৎসবের অন্যান্য জুরি সদস্যদের সঙ্গেও তাঁদের পোজ দিতে দেখা গিয়েছিল।
অনেকেই এক্সে এই ছবিগুলি শেয়ার করেছেন। এক ব্যক্তি লিখেছেন, ‘জোয়া আখতার জ্যাকব এলর্ডি ও অ্যান্ড্রু গারফিল্ডের সঙ্গে চিল (মজা) করছেন।’ আর একজন লেখেন, 'মারাকেশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জোয়া আখতার অ্যান্ড্রু গারফিল্ড ও জ্যাকব এলর্ডির মাঝে বসে।' আরও এক ভক্ত লিখেছেন, ‘ঈর্ষান্বিত, ঈর্ষান্বিত, জোয়ার প্রতি প্রচণ্ড ঈর্ষান্বিত।’
লুকা গুয়াদাগনিনোর সভাপতিত্বে ২১তম সংস্করণের জুরিতে তাঁরা ছাড়াও রয়েছেন আলী আব্বাসি, প্যাট্রিসিয়া আর্কেট, ভার্জিনি এফিরা, নাদিয়া কুন্ডা এবং সান্তিয়াগো মিত্রে। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অন্যতম বৃহৎ চলচ্চিত্র উৎসব এটি।
এক শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী গোষ্ঠীর নেতার খোঁজে এফবিআইয়ের অভিযানের কাহিনী নিয়ে জুড ল অভিনীত থ্রিলার 'দ্য অর্ডার'-এর প্রদর্শনীর মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। জুরি প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় সহ মোট ১৪টি ছবি রয়েছে। প্রতিযোগিতায় থাকা ছবিগুলোর মধ্যে রয়েছে সাঈদ হামিচের 'অ্যাক্রস দ্য সি' এবং ড্যামিয়ান কোকুরের আন্ডার দ্য ভলকানো'।
প্রসঙ্গত, জোয়া এবং রিমা কাগতি কাজ করছেন 'ইন ট্রানজিট' -এ, এটি একটি নয় পর্বের ডকু-সিরিজ। সিরিজটি ভারতের ট্রান্সজেন্ডারদের গল্পের উপর ভিত্তি করে তৈরি। এছাড়াও তাঁরা ‘টার্টল ওয়াকার’ও সহ-প্রযোজনা করেছেন। এখানে একজন ভারতীয় সামুদ্রিক কচ্ছপ সংরক্ষণক সতীশ ভাস্করের গল্প ফুটে উঠেছে, তিনি এই বিপন্ন প্রাণীদের সুরক্ষায় তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। এটি চলতি বছরের ১৭ নভেম্বর ডক এনওয়াইসি ২০২৪ প্রিমিয়ার করা হয়েছিল।