
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সদ্যই মুক্তি পেয়েছে নয়ন রহস্য ছবিটির ট্রেলার। গরমের ছুটিকে আরও মজাদার করতে আসছে ফেলুদা। এই ছবিতে আবারও ফেলুদা হয়ে ধরা দেবেন ইন্দ্রনীল সেনগুপ্ত। তাঁর সঙ্গে থাকবেন তোপসে আয়ুষ দাস এবং জটায়ু অভিজিৎ গুহ। কিন্তু একি! এই ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই চরম কটাক্ষের মুখে পড়েছে। কিন্তু কেন?
নয়ন রহস্য ছবিটির ট্রেলার মুক্তি পাওয়ার থেকেই কটাক্ষের বন্যা বইছে সোশ্যাল মিডিয়ায়। অধিকাংশ দর্শকদেরই এই ট্রেলার একেবারেই ভালো লাগেনি। চলছে মিম বানানোর হিড়িক, বাদ যায়নি মশকরা।
আরও পড়ুন: 'আরও রিসার্চ প্রয়োজন ছিল...' ভুলে ভরা অজয়ের ময়দান! তথ্য বিকৃতির অভিযোগ ফুটবলারদের পরিবারের
আরও পড়ুন: ‘মিথ্যে’র পর ফিরছে পরম-হুমার জুটি! কোন ছবিতে দেখা যাবে তাঁদের?
এক ব্যক্তি এদিন নয়ন রহস্য ছবির ট্রেলারকে কটাক্ষ করে লেখেন, 'এই গরমে সন্দীপ রায়ের 'নয়ন রহস্য'র ট্রেলার দেখলাম। হাত-পা চিনচিন করছে দেখে। 'আমি যে তোমার', 'তুমি যে আমার', 'হোয়াট ইজ লাভ', 'আরেকটা ভ্যালেন্টাইন' ইত্যাদি বাংলা শর্টফিল্ম কিংবা এখনকার বিয়েবাড়ির বহু ভিডিয়োর সিনেমাটোগ্রাফি-এডিটিং এর থেকে ঢের ঢের ভালো। সন্দীপ রায় এমন একজন পরিচালক যিনি দায়িত্ব নিয়ে ফেলুদা চরিত্রের গ্ল্যামারের বারোটা বাজিয়েছেন। পোশাক পরিকল্পনা থেকে শুরু করে সবকিছুর। তাঁর ভাগ্য ভালো, সব্যসাচী চক্রবর্তী নামে তুমুল স্মার্ট এবং অসাধারণ এক অভিনেতাকে তিনি পেয়েছিলেন। তিনিই নিজের মতো করে ফেলুদাকে টানতেন। যাই হোক! যাঁরা বলেন, ফেলুদা সন্দীপ রায়ের হাতেই সেফ, তাঁদের প্রণাম জানাই।'
আরেকজন মজা করে লেখেন, 'নয়ন রহস্য-র ট্রেলার দেখার পর স্বর্গের দরজায় মানিকবাবু, প্রদোষ এলি? আহা রে, কী অবস্থা হয়েছে চেহারার! তোকে তো চিনতেই পারছি না।' কেউ আবার লেখেন, 'আমার মনে হচ্ছে 'নয়ন রহস্য' নামে ইউটিউবে যেটা ঘুরছে ওটা আসলে একটা শর্ট ফিল্ম, ট্রেলার বলে পোস্ট করে দিয়েছে ভুল করে। আর ফেলুদা খেউরি না করে মেরুন প্যান্ট পরে দৌড়োয় কেন আজকাল? মতামত একদম ব্যক্তিগত। গালাগাল দিলে মাথা পেতে নেব।'
ইউটিউবার ঝিলম গুপ্ত লিখেছেন, 'ঘুম এসেছিলো জানেন। তারপর নয়ন রহস্য সিনেমার ট্রেলার দেখলাম। ঘুমটা এখন আর খুঁজে পাচ্ছিনা।' আরেকজন লেখেন, 'নয়ন রহস্য-র ট্রেলার দেখে নিজের চোখটাই উপড়ে নিতে ইচ্ছে করছে।'
২০২৩ সালের বড়দিনে আসার কথা ছিল এই ছবিটি। কিন্তু নানা কারণে সেটা সম্ভব হয়নি। তাই আগামী ১০ মে মুক্তি পাচ্ছে নয়ন রহস্য। একই দিনে আসবে আমার বস, সহ অন্যান্য আরও বাংলা ছবি। ফলে বক্স অফিসে যে জোরদার টক্কর জমবে সেটা নিশ্চিন্তে বলা যায়। নয়ন রহস্য ছবিতে গুরত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রাজেশ শর্মাকে। থাকবেন দেবনাথ চট্টোপাধ্যায়ও। কিন্তু নয়নের চরিত্রে থাকবে কে? এই প্রশ্ন বহুবার উঠেছে। চলেছে নানা জল্পনাও। জানা গিয়েছে নয়নের চরিত্রে দেখা যাবে ক্লাস সিক্সের ছাত্র অভিনব বড়ুয়াকে। এছাড়া শুভ্রজিৎ দত্ত, মোহন আগাসে, প্রমুখ থাকবেন। সুরিন্দর ফিল্মস এই ছবির প্রযোজনা করেছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports