গান দিয়েই তিনি তাঁর শ্রোতাদের মাতিয়ে রেখেছেন। রবীন্দ্রসঙ্গীত হোক বা মাটির গান সব কিছুতে ইমন চক্রবর্তীর জুড়ি মেলা ভার। গান তাঁর প্রাণ। এই গানের সুবাদেই তিনি ভূষিত হয়েছিলেন জাতীয় পুরস্কারে। তাছাড়াও তাঁর ঝুলিতে আছে একাধিক পুরস্কার। একক সঙ্গীত তো বটেই তাছাড়াও বহু ছবিতে প্লে-ব্যাক করেছেন তিনি। এছাড়াও তাঁকে জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’তেও শেষ সিজনে বিচারকের আসনে দেখা গিয়েছিল। সব মিলিয়ে তিনি পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে টক্কর দেন। কিন্তু তিনি নিজেই বললেন, ‘একটা পুরুষের শক্তির কাছে নারী কখনও পারবে না।’ হঠাৎ কেন এমন বললেন ইমন?
আরও পড়ুন: ৪ দিনে ১০ কোটি পার 'ধূমকেতু'র! ‘দেশু’ ঝড়ে তোলপাড় বাংলার বক্স অফিস
‘লেটস টক উইথ মেখলা’ নামে মেখলা দাসগুপ্তর একটি পডকাস্টে তিনি এই প্রসঙ্গে কথা বলেছেন। গায়িকাকে বলতে শোনা গিয়েছে, ‘মেয়েরা সত্যি সত্যি পুরুষদের মতো পরিশ্রম করতে পারে না। কারণ তাঁদের মধ্যে দিয়ে প্রতিটা মাসে যা যা হরমোনাল চেঞ্জস হয়, তাঁকে যে শারীরীক শ্রমটার মধ্যে দিয়ে যেতে হয়। মানে অসুস্থতার মধ্যে দিয়ে যেতে হয় সেটা একটা পুরুষকে যেতে হয় না। সেই জায়গায় আমরা কখনও সমান নই। একটা পুরুষের শক্তির কাছে একটা নারী কখনও পারবে না। নারীদের এটা হল প্রথম লড়াইয়ের জায়গা, যে আমার নিজেকে প্রমাণ করতে হবে যে আমি তোমার সমান। আমাকে তোমায় প্রমাণ করতে হবে কেন? আমি যেমন আমি তেমন। তুমি আমাকে কীভাবে দেখছো তার উপর আমি নির্ভর করছি না। আমি এটা সব সময় মনে করি।’
আরও পড়ুন: সানি দেওলের সঙ্গে কাজ করতে গিয়ে হয়েছিল খারাপ অভিজ্ঞতা! মুখ খুললেন সুনীল দর্শন
গায়িকার এই কথা শুনে নেটিজেনরা তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। একজন লেখেন, ‘কেউ বুঝবে না এটা, আর সেই জন্যই আপনি এত সাফল্য পেয়েছেন।’ আর একজন লেখেন, ‘এই কথাটা কেউ একটা বলল। প্রমাণ করতে চাওয়া মানেই তো আগের থেকে সেট করে দেওয়া যে আমরা পিছিয়ে তাই আমরা তোমাকে প্রমাণ দিচ্ছি যে আমরা এগিয়ে।’