দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার রজনীকান্ত ইন্ডাস্ট্রিতে পূর্ণ করলেন ৫০ বছর। এই বিশেষ দিনে অভিনেতাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন একাধিক তারকা। তবে সকলের নজরে এসেছে হৃতিক রোশনের বিশেষ বার্তা।
১৪ অগস্ট বড় পর্দায় এক সঙ্গে মুক্তি পেয়েছে ওয়ার ২, কুলি। বক্স অফিসে একে অপরের সঙ্গে যতই রেষারেষি চলুক না কেন, ব্যক্তিগত জীবনে রজনীকান্তকে যে কতটা সম্মান করেন গ্রিক গড, তার প্রমাণ পাওয়া গেল একটি পোস্ট দেখে।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা, উদ্বিগ্ন গোটা পরিবার
আরও পড়ুন: ধুমকেতু মুক্তির আগে ফের বৈঠকের ডাক নন্দনে, দেব-প্রসেনজিৎ-ঋতুপর্ণার উপস্থিতিতে হবে আলোচনা
১৪ আগস্ট দুটি বড় সিনেমা বড় পর্দায় মুক্তি পাওয়ার ঠিক আগের দিন রজনীকান্তকে নিয়ে একটি বিশেষ পোস্ট করলেন হৃতিক। X হ্যান্ডেলে অভিনেতা রজনীকান্তের উদ্দেশ্যে লেখেন, ‘আপনার পাশে থেকে অভিনেতা হিসেবে আমার প্রথম পদক্ষেপ। আপনি আমার প্রথম শিক্ষকদের মধ্যে একজন। আপনি আমার অনুপ্রেরণা এবং গুরু। পর্দায় ৫০ বছর পূর্ণ করার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন।’
এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ১৯৮৬ সালে রজনীকান্তের সঙ্গে ‘ভগবান দাদা’ ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন হৃতিক রোশন। এই ছবিতে শিশু শিল্পী হিসাবে কাজ করেছিলেন অভিনেতা। ছবিতে কাজ করার সুবাদে প্রথম থেকেই রজনীকান্তের ছত্রছায়ায় শিক্ষা গ্রহণ করার সুযোগ পেয়েছিলেন হৃতিক।
হৃতিকের এই পোস্ট দেখে অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলে। অনেকেই বলেছেন, পেশাগত দিকে যাই হোক না কেন, ব্যক্তিগত জীবনে একজন সহ অভিনেতাকে এইভাবে সম্মান করাই আসল শিক্ষার পরিচয়। একে অপরের সঙ্গে বক্স অফিসে যতই লড়াই চলুক না কেন, রজনীকান্ত যে চিরকাল হৃতিকের শিক্ষকই থাকবেন, সেই কথাও বারবার স্মরণ করিয়েছেন সকলে।
আরও পড়ুন: ভক্তি কি পারবে দুরত্ব ঘোচাতে? ‘বৃন্দাবন বিলাসিনী’- তে কড়া টক্কর তুলিকা-সুদীপ্তার
আরও পড়ুন: ক্যামেরা দেখেই ছুট একরত্তির, ‘ইয়ালিনি যথার্থই তারকাসন্তান…’, বললেন নেটিজেনরা
ওয়ার ২ প্রসঙ্গে
এটি ওয়াইআরএফ-এর স্পাই ইউনিভার্সের ষষ্ঠ কিস্তি, যেখানে হৃতিকের সাথে এনটিআর জুনিয়র এবং কিয়ারা আডবানি অভিনয় করেছেন। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এবং যশ রাজ ফিল্মস প্রযোজিত এই সিনেমাটি ১৪ আগস্ট হিন্দি, তেলেগু এবং তামিল ভাষায় মুক্তি পেয়েছে।
কুলি প্রসঙ্গে
এই মাসের শুরুতে, নির্মাতারা 'কুলি'-এর ট্রেলার প্রকাশ করেছেন, যেখানে দর্শকদের রজনীকান্তকে একটি শক্তিশালী নতুন লুকে দেখার সুযোগ করে দেওয়া হয়েছে, যেখানে দুরন্ত অ্যাকশন দৃশ্য, নাটকীয় মুহূর্ত এবং মনে রাখার মতো সংলাপ রয়েছে। ভক্তরা অভিনেতা নাগার্জুনকেও খলনায়কের ভূমিকায় দেখতে পাচ্ছেন। ছবিতে আছেন আমির খানও।